,

হবিগঞ্জের শ্মশানঘাটে ড্রেন বন্ধ করে চলছে কাজ : চরম দুর্ভোগে পানিবন্দি বাসিন্দারা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে শ্মশানঘাটে ড্রেন বন্ধ করে কাজ করায় হরিজন পাড়ার বাসিন্দারা ময়লা পানি বন্দি হয়ে জনদূর্ভোগ চরম আকার ধারণ করছে। এনিয়ে পৌর পানি লৌহ দূরিকরণ প্রকল্পের শ্রমিকদের সাথে ওই সংখ্যালঘু পরিবারের দফায় দফায় সঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। আহত সূত্র জানা যায়, ওই এলাকার হরিজন পাড়ার বাসিন্দা প্রায় ২ শতাধিক। পার্শ্ববর্তী পৌর পানি লৌহ দূরিকরণ প্রকল্পের শ্রমিকরা তাদের এক মাত্র পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ করে কাজ করায় ওই পাড়াটি ময়লা পানি বন্দি হয়ে পরেছে। এমনকি তাদের ঘরের ভেতরে পানি প্রবেশ করে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। তারা বার বার শ্রমিক ও ঠিকাদারকে বিষয়টি অবগত করার পরও কোন পদক্ষেপ নেননি। উপরন্তু তাদেরকে পুলিশের ভয় দেখানো হয়। ধীরে ধীরে পানি বাড়তে শুরু করলে হরিজন পাড়ার বাসিন্দারা শ্রমিকদেরকে জিজ্ঞাসা করলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় সংঘর্ষ শুরু হয়। আহত অবস্থায় মদিলা হরিজন, দিপালী হরিজন, সন্ধ্যা হরিজন, রুজি হরিজন, বিজলী হরিজন, দিপক ও সিমাকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেন। তিনি জানান, ওই প্রতিষ্ঠানের সহকারী ঠিকাদার মাসুক মিয়াকে বার বার বলার পরও তিনি কোন ব্যবস্থা নিচ্ছেন না। যদি কোন কিছু হয় তবে এর জন্য তিনি দায়ী থাকিবেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় ওই পাড়া ময়লা পনিতে তলিয়ে গেছে। এনিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।


     এই বিভাগের আরো খবর