,

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ২দিন ব্যাপী পৌর কর মেলা

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ২দিন ব্যাপী পৌর কর মেলার। মেলায় পৌর কর-দাতাগণের সরব উপস্থিতি মেলাকে বিশেষায়িত করেছে। পৌর কর-দাতাগণ স্বতঃস্ফুর্তভাবে পৌর কর প্রদান করে পৌরসভার উন্নয়নে ভূমিকা রেখেছেন বলে মনে করে নবীগঞ্জ পৌর পরিষদ। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী মেলার শেষ দিনে নবীগঞ্জ পৌরবাসীর উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে বলেন- ‘নবীগঞ্জ পৌরসভায় এই প্রথম বারের মতো কর মেলায় আপনাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে কর মেলাকে প্রাণবন্ত করে তুলার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি আরও বলেন- ‘আপনাদের এ অনুপ্রেরণায় পৌরসভার সকল কর্মকাণ্ডে সাফল্য বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ তিনি সম্মানীত কর দাতাগণকে স্বতঃস্ফুর্তভাবে মেলায় অংশ গ্রহন করে কর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি কর মেলায় নবীগঞ্জ উপজেলা পরিষদ, নবীগঞ্জ থানা, পৌর পরিষদ ও পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলকে মেলাকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় শেষদিনের মেলায় বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক যতীন্দ্র দাশ সামন্ত, কর আদায় ও নিরুপন কমিটির আহবায়ক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন প্রমুখ। মেলাকে প্রাণবন্ত করতে একে একে আসেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, ২নং সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, ৩ নং সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সাবেক কাউন্সিলর আলহাজ্ব রুহুল আমিন রফু, যুথিকা দাশ, রঙ্গলাল রায়, কবি আফতাব আল মাহমুদ, মিজানুর রহমান চৌধুরী নিলু, সারেগামা’র সভাপতি বিন্দু সূত্রধর, আব্দুল মুকিত চৌধুরী দিপু, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাঞ্চন বণিক, আনন্দ নিকেতন’র সভাপতি প্রণব দেব প্রমুখ। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) ভবি মজুমদার, হিসাব রক্ষন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য-সহকারী মোঃ আবু মুছা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ, মোঃ আবু বকর, প্রফুল্ল কুমার দাশ, আছকির মিয়া, মোঃ আহাদ মিয়া, আশফাকুজ্জামান বাচ্চু, আব্দুল আউয়াল, জুয়েল চৌধুরী, মোঃ আলফু মিয়া, নিকুঞ্জ দাশ, ওবায়দুর রহমান সাইদুর, মোঃ রাজু মিয়া প্রমুখ। মেলার শেষ দিনে বিকেলে অনুষ্ঠিত হয় সারেগামার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষে অনুষ্ঠিত হয় মেলার সবচেয়ে আকর্ষনীয় পর্ব র‌্যাফেল ড্র। উক্ত র‌্যাফেল ড্রতে ২০জনকে ৫টি ক্যাটাগরিতে লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রথম পুরস্কার বিজয়ী (৩৫৭ নং) লিলি বেগম’র পক্ষে পুরষ্কার গ্রহণ করেন আব্দুল হাই লিমন, ২য় পুরষ্কার গ্রহণ করেন আলতাব উদ্দিন ও চুনু মিয়া চৌধুরীর পক্ষে ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী। ৩য় পুরষ্কার গ্রহণ করেন নিখিল সূত্রধর ও নিবারণ রায়’র পক্ষে প্রভাষক যন্টু রায়। ৪র্থ পুরষ্কার গ্রহণ করেন আলতাব উদ্দিন, নাজমুল হুদা ও আনোয়ার মিয়ার পক্ষে আক্তার হোসেন, ৫ম পুরষ্কার গ্রহণ করেন খুর্শেদ আলম’র পক্ষে মোস্তাক আহমেদ শাওন। পৌর কর মেলায় র‌্যাফেল ড্র বিজয়ী নম্বরগুলো হলো: ১ম পুরস্কার ১টি: ৩৫৭ নং, ২য় পুরস্কার ২টি: ১০৯ ও ১১৮নং, ৩য় পুরস্কার ৩টি: ৪১৮, ১৫৬ ও ১২০নং, ৪র্থ পুরস্কার ৪টি: ১১৭, ২৬৫, ১৮২ ও ১৬২নং এবং ৫ম পুরস্কার ১০টি: ২৫৯, ৪১২, ১০, ৩৩৭, ৮৮, ১২৬, ১৪৫, ৩২৬, ২২৬ ও ০৩নং।


     এই বিভাগের আরো খবর