,

মাধবপুরের সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু : পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তাজপুর গ্রামে সোহাগ আহমেদ (১৪) নামে এক সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি নির্বাচনের সহিংসতার কারণে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার মৃত্যুতে মা সুমনা বেগম (৩৫) স্ট্রোক করেছে। এনিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। সোহাগ বাঘাসুরা গ্রামের সাইদুর রহমানের পুত্র। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় পরিবারের লোকজন তার মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় ১৬ বছর পূর্বে তাজপুর গ্রামের সুমনা বেগম (৩৫) এর সাথে বাঘাসুরা গ্রামের সাইদুর রহমান মিষ্টার মিয়ার বিয়ে হয়। বিয়ের পরে তাদের কোলজুরে একটি কন্যা ও পুত্র জন্ম গ্রহন করে। কন্যার নাম রুবিনা আক্তার। সে এসএসসি পরীক্ষার্থী। পুত্র সোহাগ মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। প্রায় ৭ বছর আগে সুমনার সাথে মিষ্টার মিয়ার তালাক হয়ে যায়। এরপর থেকেই সুমনা তাজপুরে একটি জায়গা কিনে বাড়ি নির্মান করে বসবাস করে আসছে। গত বুধবার রাতে খাওয়া দাওয়ার পর আলাদা রুমে সোহাগ ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। কিন্তু দরজা ভেঙ্গে ভেতরে দেখে সোহাগের মৃত দেহ কাঠের উপর পরে রয়েছে। এবং উপরের টিনের চাল খোলা। সাথে সাথে তার মৃতদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেলে সদর হাসপাতালে মা সুমনার জ্ঞান ফিরলে তিনি ও তার ভাই আব্দুর রশিদ জানান, ইউনিয়ন নির্বাচনে তারা বাঘাসুরা ইউনিয়নের শাহবউদ্দিনের পক্ষে কাজ করেছিলেন। প্রতিপক্ষ পরাজিত হওয়ার কারণে সোহাগকে হত্যা করেছে। সদর থানার এসআই সানা উল্লাহ্ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে। মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন জানান, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর