,

শেষ লগ্নে উত্তপ্ত নির্বাচনী মাঠ : বাহুবলে নির্বাচনী পথসভায় বিজিবির লাঠিচার্জ ॥ আহত অর্ধশতাধিক : মিরপুরে মহিলা কর্মীর শ্লীলতাহানী

বাহুবল প্রতিনিধি ॥ আগামীকাল শনিবার বাহুবলের ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ইতিমধ্যে যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন শুরু হয়েছে। এদিকে তফশীল ঘোষনার পর থেকে প্রচার প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণভাবে চললেও শেষ লগ্নে কয়েকটি অপ্রীতিকর ঘটনায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপজেলায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বাহুবলের রশিদপুরে একটি নির্বাচনী পথ সভায় বিজিবির লাঠিচার্জ ও হুড়াহুড়িতে অন্তত ৫০জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মাঝে রয়েছেন রজব আলী (৮০), আব্দুস সহিদ (৬৬), আব্দুল আহাদ (২৫), হিফজুর রহমান (১৮), মাওলানা শাইখুল ইসলাম (৫০), নিলয় (১৭), ফরিদ (২৭), রফিক (১৮), শাহীন (২২), শাহাব উদ্দিন (২০), ইয়াকুব মিয়া (৫৫), বাছিত মিয়া (২৩) সহ আরো অনেক। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভাদেশ্বর ইউপির চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুর রউফ বাহারের ঘোড়া মার্কার সমর্থনে রশিদপুর বাজারে একটি পথসভার আয়োজন করা হয়। এসময় নৌকা মার্কার প্রার্থী কামরুজ্জামান বশির সংক্ষিপ্ত একটি পথসভা করার জন্য ২০মিনিট সময় নেন এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সমাপ্ত করেন। এরপর ঘোড়া মার্কার পথসভা শুরু হলে প্রথম বক্তা হিসেবে মাওলানা শাইখুল ইসলাম বক্তব্য শুরুর ৩মিনিটের মাথায় বিজিবি‘র একটি টহল দল আচমকা লাঠিচার্জ চালায়। এতে পথসভাটি ছত্রবঙ্গ হয়ে যায় এবং লাঠিচার্জ ও হুড়াহুড়িতে অন্তত ৫০জন আহত হন। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। এক পর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে উঠলে বিজিবি দলটি রশিদপুর ত্যাগ করে। অপরদিকে বুধবার রাত ৮টার দিকে মিরপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারণাকালে মহাশয় বাজার খিলবামৈ ব্রিজের কাছে কতিপয় দুর্বৃত্ত মহিলাকে টানা হেছড়ার মাধ্যমে শ্লীলতাহানী করে মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় জানা যায়। তাদের শোর চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহেনা চৌধুরী (২৭) ও সুমি আক্তার (২২) জানান, এসময় স্থানীয় নোয়াগাও গ্রামের তাহির মিয়া, কাজল মিয়া ও সানু মিয়া সহ ৭/৮ জনের একটি দল তাদের গতিরোধ করে তুলে নেয়ার চেষ্টা চালায়। তারা শোর চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এছাড়া মিরপুর ইউনিয়নের উত্তর কচুয়াদি প্রকাশ চারগাও গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল্লাহ পঞ্চায়েতি দ্বন্দ্বের জের ধরে মিরপুর বাজারে প্রতিপক্ষের লোকদের হাতে আক্রান্ত হওয়ার জের ধরে ভাদেশ্বর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুর রউফ বাহারকে জড়িয়ে পোষ্টারিং করার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের অভিযোগ অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম চৌধুরী তার নিজ গ্রামের পঞ্চায়েতী দ্বন্দ্বের উত্থাপ সারা ইউনিয়নে ছড়িয়ে দিয়ে পরিবেশ ঘোলাটে করতে এমন নাটক সাজিয়েছেন। এতে বাহুবলে প্রশাসনের শক্ত অবস্থান থাকলেও জন সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর