,

বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ইমেজ সংকটে ভূগছেন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বাউসা ইউপির এক সময়ের জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ও তার ২য় স্ত্রী বাউসা ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ডেইজি সিদ্দিকার নানা বিতর্কিত কর্মকান্ডের তথ্য হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ায় তা ঠেকাতে স্বামী-স্ত্রী বিভিন্ন মহলে দৌড়ঝাপ ও ধর্না দিচ্ছেন। উল্লেখ্য, আব্দুল হাই এর ২য় স্ত্রী ডেইজি সিদ্দিকা সদ্য সমাপ্ত বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনায় নানা অশ্লীল কর্মকান্ডের খবর দৈনিক হবিগঞ্জ সমাচার, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি, দৈনিক হবিগঞ্জ সময়, দৈনিক উত্তরপূর্ব, দৈনিক মৃদুভাষণ, দৈনিক বজ্রকন্ঠ সহ বিভিন্ন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। নিজেদের অপকর্ম ঢাকতে তারা বিভিন্ন পত্রিকা অফিসে এবং বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করে। এমনকি নবীগঞ্জ প্রেসক্লাব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন ডেইজী সিদ্দিকা। আব্দুল হাই ও তার বির্তকিত ২য় স্ত্রী ডেইজি সিদ্দিকার এহেন কর্মকান্ডের খবরে নবীগঞ্জ উপজেলার সর্বত্র মুখরোচক আলোচনা সমালোচনার সৃষ্ঠি হয়েছে। বিভিন্ন বির্তকিত কর্মকান্ডের জন্যই বাউসা ইউপির চেয়ারম্যান প্রার্থী ডেইজি সিদ্দিকা প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। নাম প্রকাশে অনিচ্ছুক নবীগঞ্জের জনৈক মুরুব্বী বলেন, এক সময় আমরা আব্দুল হাইকে অনেক সম্মান করতাম। উদাহরন টেনে তিনি বলেন নবীগঞ্জের ৩ বারের জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মরহুম দেওয়ান গোলাম সরওয়ার হাদী গাজী এর সাথে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্ধিতা করে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান আব্দুল হাই। কিন্তু এক সময়ের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাই গত উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের কারনে গত উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ অবস্থানে চলে যান। এতেই প্রমানিত হয় যে আব্দুল হাইয়ের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। সর্বশেষ তিনি শেষ বয়সে কন্যা সমতুল্য বয়সী বির্তকিত ডেইজি সিদ্দিকাকে ২য় বিয়ে করে জনপ্রিয়তার ধ্বস নামান। ডেইজি বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিকির ১ম কন্যা। তাই আক্ষেপ করে ওই মুরুব্বি আরো বলেন, আমার মনে হয় এখন যদি তিনি মেম্বার পদে নির্বাচন করেন তাহলেও তার ভরাডুবি হবে।


     এই বিভাগের আরো খবর