,

ঝাঁকজমকপূর্ণভাবে শুভ সূচনা হলো নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ২দিনব্যাপী পৌর কর মেলা

স্টাফ রিপোর্টার ॥ ‘শুর হল কর মেলা/ ট্যাক্স দিতে নেই হেলা’- এই শ্লোগানকে নিয়ে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে গত ১ জুন-২০১৬ খ্রিঃ তারিখে শুরু হল ১ম বারের মত ২ দিন ব্যাপী পৌর কর মেলা-২০১৬। মেলার শুভ উদ্ভোধন করেন নবীগঞ্জ-বাহুবল থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। তিনি বলেন- “নবীগঞ্জ পৌরসভাকে টএওওচ-৩ প্রকল্পে অন্তর্ভূক্ত হতে হলে পৌর কর আদায়ের হার ৮০% হওয়া আবশ্যক। কিন্তু প্রকল্পের শর্তানুযায়ী অন্যান্য বিষয় ভাল থাকা সত্যেও পৌর কর আদায়ের দিকে আমরা অনেক পিছিয়ে আছি। এ বিষয়ে জনগনকে অবহিত করনসহ পৌর কর প্রদানে উদ্বোদ্ধ করনের লক্ষ্যে এই পৌর কর মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন আমি আশা করি নবীঞ্জ পৌরসভার সম্মানিত কর দাতাগন পৌর কর প্রদান করে উক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত হতে সার্বিক সহযোগিতা করবেন। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পৌরবাসীকে মেলায় এসে মেলাকে সফল ও সার্থক করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন “এই কর মেলার মাধ্যমে নবীগঞ্জ পৌরবাসী পৌরসভার উন্নয়নের স্বার্থে কর প্রদান করতে উদ্বোদ্ধ হবে বলে আমার বিশ্বাস।” তিনি নবীগঞ্জ পৌরসভার মেয়র, পৌর পরিষদ ও পৌরসভা অফিসের কর্মকর্তা/কর্মচারীদের প্রথম বারের মত পৌর কর মেলার আয়োজন করায় ধন্যবাদ জানান। মেলায় কর দাতাদের অনুপ্রাণিত করতে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর দাতা ৫জন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৫জন এবং নিয়মিত কর দাতা ২৯ জনকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। ব্যক্তি পর্যায়ে ৫জন হলেন: আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সৈয়দ খালেদুর রহমান, হাজী আবুল হোসেন, মঞ্জুর হোসেন মুকুল, মহিবুর রহমান চৌধুরী। ৫টি প্রতিষ্ঠান হলো: নবীগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্য্যালয়, নবীগঞ্জ থানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস। নিয়মিত কর দাতা ২৯জন হলেন: মোঃ নজাফত আলী, মোঃ জাকির হোসেন, আলহাজ্ব মোজাহিদ আহমদ, মোঃ আজিজুর রহমান চৌধুরী, সাকিরা খাতুন, সোহেল মিয়া, আঃ হক গং, নুরুল আমিন চৌধুরী, হাজী মনির মিয়া, তালেব উদ্দিন, ফেরদৌস আহমদ সুলতান, মঈনুল ইসলাম চৌধুরী, এডঃ আবুল কালাম আজাদ, অনিতা বালা দাশ, নিকেশ দাশ, প্রফুল্ল কুমার দাশ, প্রবীন্দ্র দাশ, মকসুদ আলী, দীপালী রায়, নিখিল সূত্রধর, তরিক উল্লা, আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মোঃ নাজির আহমদ চৌধুরী, ছালেহ আহমদ চৌধুরী, সামছুল ইসলাম চৌধুরী, দীপক পাল, যতীন্দ্র দাশ সামন্ত, মানিক সোম চৌধুরী ও সখি চরন দাশ। এছাড়া পৌরসভার প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বর্তমান অবধি একমাত্র নিয়মিত করদাতা হিসেবে বিশেষ সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে। নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার কর আদায় ও নিরুপন কমিটির আহবায়ক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সহকারী প্রকৌশলী ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) ভবি মজুমদার, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৯ নং ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ারুর রহমান, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ মোজাহিদ আহমদ, নবীগঞ্জ মালিক টাওয়ার’র স্বত্ত্বাধিকারী আঃ মালিক, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ জে. কে মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ,এল,এম মাহবুব চৌধুরী, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ ছালাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, ২নং সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, ৩ নং সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, মোঃ শহিদুর রহমান চৌধুরী শাফি, আবাসিক মেডিকেল অফিসার ইফতেকার হোসেন, আনসার বিডিপির ইন্সপেক্টর মোঃ আব্দুল্লা, অশোক তরু দাশ, সুধারঞ্জন দাশ, সাংবাদিক আঃ রকিব হক্কানী, নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য-সহকারী মোঃ আবু মুছা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ, মোঃ আবু বকর, প্রফুল্ল কুমার দাশ, আছকির মিয়া, মোঃ আহাদ মিয়া, আশফাকুজ্জামান বাচ্চু, আব্দুল আউয়াল, জুয়েল চৌধুরী, মোঃ আলফু মিয়া, নিকুঞ্জ দাশ দাশ, ওবায়দুর রহমান সাইদুর, মোঃ রাজু মিয়া প্রমুখ। উল্লেখ্য যে, ২জুন সমাপনী দিনে মেলায় আকর্ষণীয় বিষয় হিসেবে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।


     এই বিভাগের আরো খবর