,

হবিগঞ্জে জেএমবি সদস্যসহ আটক ২৭

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে হবিগঞ্জ থেকে এক জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে আটক জঙ্গি সদস্য মশিউর রহমানকে আটক করা হয়। শনিবার রাতের অভিযানে পুরো জেলা মোট ২৭ জনকে আটক করে পুলিশ। এছাড়া শনিবার রাতের সাঁড়াশি অভিযানে সুনামগঞ্জ থেকে ২৭ ও মৌলভীবাজার থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। হবিগঞ্জের লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শনিবার রাতে উপজেলার বামাই গ্রামের মোমেন হোসেনের ছেলে মশিউর রহমানকে আটক করা হয়। সে জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানান ওসি। এদিকে আমাদের বানিয়াচং প্রতিনিধি জানান, দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযানে বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে ৯ জন আসামিকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। শনিবার দিবাগত মধ্যে রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসমিরা হল- বানিয়াচং উপজেলার গুনই গ্রামের সাবাব উল্লাহর পুত্র নুরুল আমিন (৩২), একই গ্রামের নুরুল মিয়ার পুত্র সামসুল আলম (২৮), আ:সাত্তার মিয়ার পুত্র মাসুক উল্লাহ (৪৫), হাজির মিয়ার পুত্র জাহাঙ্গির মিয়া (৩৮), ছান্দ আলীর পুত্র গনি মিয়া (২৬), সুজাতপুর গ্রামের সাবাজ আলীর পুত্র এখলাস মিয়া (২৪), ইসবপুর গ্রামের আ:নুর মিয়ার পুত্র ময়না মিয়া (৩২), হাজিরপুর গ্রামের খলিল মিয়ার পুত্র আজাদুল মিয়া (২৫) ও বানিয়াচং মহব্বতখানির আক্কল মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী আসামি গ্রেফতারের কথা স্বীকার করে জানান,উল্লিখিত আসামিদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর