,

নবীগঞ্জের কাজীগঞ্জ-মার্কুলী রাস্তার বেহাল দশা ॥ গর্তে আটকে থাকে গাড়ী ॥ ঘটেছে নানা দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার হতে বানিয়াচং উপজেলার কাদিরগঞ্জ (মার্কুলী) সড়কের বেহাল অবস্থা। জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা হতে শত শত গাড়ী চলাচল করে এ সড়ক দিয়ে। নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক লোক এ সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতয়াত করেন। কাজীগঞ্জ থেকে কাদিরগঞ্জ ২৩কিঃমিঃ সড়কটি যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২৩ কিঃমিঃ সড়কটিতে যাতয়াতে যেখানে ৪৫ থেকে ৫০ মিনিট সময়ে পাড়ি দেয়ার কথা, সেখানে মিনিবাস ও সি এন জি চালিত থ্রি হুইলারের সময় লেগে যায় দেড় ঘন্টা। একদিকে যাত্রী সাধারণের সময় ও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে গাড়ী মালিকদের অতিরিক্ত জ্বালানী খরচ ও গাড়ী মেরামতে হাজার হাজার টাকার ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এমনিতে এ সড়কে গাড়ী ভাড়া অতিরিক্ত আদায় হচ্ছে। তার উপর রাস্তা সংস্কার না হওয়ার অজুহাতে যাত্রীদের কাছ থেকে জুলুম করে আদায় করছে দ্বিগুনের বেশি ভাড়া। সরেজমিনে দেখা যায়, কাজীগঞ্জ বাজার, বাগাউড়া, হরিনগর, ফার্মের বাজার, রামপুর, শৈলা, হলিমপুর, সোনাপুর, জগন্নাথপুর বাজার, বাল্লারহাট, বাউশি, চক বাজার, দৌলতপুর, কাদিরগঞ্জের (মার্কুলী) কিছুদুর পর পর রাস্তার কার্পেটিং নষ্ট হয়ে ইটের খোয়া সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার ফলে যান চলাচলে বিঘœ ঘটে। রাস্তার কার্পেটিং ও ইটের খোয়া সরে যাওয়ায় অনেক জায়গায় কাদায় উপর গাড়ী হেলে দুলে চলে। এমনকি প্রতিদিন কোন না কোন গাড়ী বড় গর্তে আটকে থাকে । দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কার না করার কারণে ও বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাস্তাটির এহেন অবস্থা। উপরে উল্লেখিত কয়েকটি বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে রাস্তার দূরবস্থার কথা জিজ্ঞেস করিলে তারা জানান, মালামাল পরিবহনে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। অনেক সময় ড্রাইভাররা মালামাল নিয়ে আসার পর বেকে বসে গাড়ীর যন্ত্রাংশ নষ্ট হওয়ার অজুহাতে। ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া পরিশোধের কারণে নিত্য প্রয়োজনীয় মালামালের মূল্য বৃদ্ধি পায়। যার প্রভাব সরাসরি ভূক্তা সাধারণের উপর পড়ছে। অনেক সময় দেখা য়ায় নিম্নমানের ইটের খোয়া, পাথরের ব্যাবহার ও বিটুমিন কম দেয়ার কারণে রাস্তাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।


     এই বিভাগের আরো খবর