,

আলহাজ্ব মতিউর রহমান চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গরীব ও দুস্থদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আলহাজ্ব মতিউর রহমান চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গরীব ও দুস্থদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকাল ১১টায় আলহাজ্ব মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অর্থ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমান সুলতান এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, দীঘলবাক ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়া, এড. ইলিয়াছ আলী, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল ইসলাম, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান তছনু প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদেরকে ক্রেস্ট এবং ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, দলমত নির্বিশেষে আলহাজ্ব মতিউর রহমান চৌধুরীর মত বিত্তশালী ব্যাক্তিবর্গ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসলে তাদের দুঃখ কষ্ট অনেকটাই লাগব করা সম্ভব। এসময় এমপি মুনিম বাবু মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন এবং অচিরেই ওই এলাকার বিদ্যুৎ বিহীন গ্রামগুলোতে বিদ্যুতের আলো পৌছে দেওয়ার আশ্বাস দেন।


     এই বিভাগের আরো খবর