,

বাহুবলে ঘুষ না দেওয়ায় বেতন চুটছে না ৩০ শিক্ষকের

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার হিসাব রক্ষন কর্মকর্তাকে চাহিদা মত ঘুষ না দেওয়ায় বেতন চুটছে না প্রাক-প্রাথমিকের ৩০ শিক্ষকের। এ নিয়ে শিক্ষক ও হিসাব রক্ষণ কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ৪ মাস ধরে বেতন ভাতা না পেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে শিক্ষক পরিবার। গত ৬ জুন উপজেলা শিক্ষা অফিসার জ্যেতিষ রঞ্জন দত্ত বর্তমান মাসের বেতন সহ বকেয়া চার মাসের বেতন বিলে স্বাক্ষর করেন। বেতন বিল উপজেলা হিসাব রক্ষণ অফিসে গেলেও সোমবার পর্যন্ত তাদের বেতন চাড়ছে না হিসাব রক্ষণ কর্মকর্তা আইয়ূব আলী। এ নিয়ে আইয়ূব আলীর সাথে গতকাল সোমবার সকালে বেতন না পাওয়া শিক্ষকদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে মোটা অংকের টাকা দিয়ে বেতন বিলে স্বাক্ষর আনার পরও আবার হিসাব রক্ষন কর্মকর্তাকে তার চাহিদা মত ঘুষ দিতে হবে নতুবা সে আমাদের বিল জমা দিবে না বলে জানায়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন জানান, আমি গত সপ্তাহে তাদের বেতন বিলে স্বাক্ষর করেছি, বাকীটা এ্যাকাউন্টস অফিসার দেখবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকালে এ্যাকাউন্ট কর্মকর্তার সাথে কিছু শিক্ষককের কথাকাটাকাটি হয়েছিল, আমি গিয়ে সমাধান করে দিয়ে এসেছি। হয়ত আজ কালের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে। এ বিষয়ে হিসাব রক্ষন কর্মকর্তা আইয়ূব আলী জানান, তাদের বেতনের বরাদ্ধ আমার কাছে এখনও আসেনি, আসলে দিয়ে দিব। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর