,

সারাদেশে যে পরিমান প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তাঁর অর্ধেকই আছে হবিগঞ্জে – এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সারা বাংলাদেশে যে পরিমান প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তাঁর অর্ধেকই আছে হবিগঞ্জে। এখানে জমির মূল্য কম, শ্রমিকের কোন অভাব নেই। তাই দেশী-বিদেশী শিল্প উদ্যোক্তাদের আমরা আহবান জানাই। হবিগঞ্জে সহযোগিতার দরজা শর্তহীনভাবে খোলা। গতকাল শনিবার শায়েস্তাগঞ্জের ওলিপুরে তাফরীদ কটন মিলস্ লিমিটেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, ইন্ডাস্ট্রি স্থাপনের ক্ষেত্রে ঢাকার গাজীপুরের পরেই বর্তমানে হবিগঞ্জের স্থান। তাই স্থানীয় যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার জন্য হবিগঞ্জের সকল ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি। তিনি ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা আমাদের এলাকায় অতিথি হিসাবে এসেছেন। আপনাদের সকল ভাল কর্মকান্ডে আমাদের সহযোগিতা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কটন মিলস-এর সত্ত্বাধিকারী শেখ ছামিউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নূরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, বিশিষ্ট মুরুব্বী ছলিম উল্লাহ, তৈয়ব খান, উস্তার খান, আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মুখলিছুর রহমান মুখলিছ, শাবাজ মেম্বার, গিয়াস উদ্দিন মুখলিছ, ইছাক আলী সেবন, দীপন মিয়া, জলফু মিয়া, রতন চৌধুরী, রায়হানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর