,

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু ॥ এলাকায় টানটান উত্তেজনা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সংঘর্ষের ঘটনায় আহত হেলাল মিয়া (২২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রবিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে সে মারা যায়। নিহত হেলাল মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগাঁও গ্রামের ছিদ্দিক আলীর পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, জমিতে চারা রোপনের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোলগাঁও গ্রামের সিজিল মিয়া মতিন মিয়ার সাথে হেলাল মিয়া ও শামসু মিয়ার বাক-বিতন্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে গুরুতর হেলাল মিয়াসহ আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে হেলাল মিয়া ও শামসু মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাদেরকে সিলেট উসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল মিয়া মারা যায়। এদিকে রোববার বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শামসু মিয়ার জ্ঞান ফিরে আসেনি। হেলাল মিয়ার মৃত্যুর খবর এলাকায় পৌছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সেখানে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।


     এই বিভাগের আরো খবর