,

নবীগঞ্জের দেওপাড়া গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক নজির মিয়া আর নেই : এমপি মুনিম বাবুসহ নেতৃবৃন্দের শোক

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক নজির মিয়া (৫৫) আর নেই। গতকাল দুপুর সাড়ে ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়ীতে মৃত্যুবরন করেন। বিকাল সাড়ে ৫টায় দেওপাড়া গ্রামের ঈদগাহ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ্ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জাতীয় পার্টি নেতা শেখ ফয়জুল ইসলাম দিনু, শহীদ চৌধুরী, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। নজির মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও জেলা পার্টির সমন্বয়কারী এম.এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ পৌর জাতীয় পর্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল ইসলাম, গজনাইপুর ইউপি জাতীয় পর্টির সাধারণ সম্পাদক নুরুল হক তুহিন। পত্রিকায় প্রদত্ত এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুম নজির মিয়া নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়ার বড় ভাই ও উপজেলা জাতীয় যুব সংহতির আববায়ক মোঃ নুরুল আমিন পাঠান ফুল মিয়ার মামা।


     এই বিভাগের আরো খবর