,

সাতছড়িতে বিমান বিধ্বংসী গুলিসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার

চুনারঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি থেকে আবারও বিমান বিধ্বংসী গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব-৯। গতকাল শুক্রবার দুপরে র‌্যাব-৯ এর সদস্যরা উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর পাশে  একটি উচুঁ টিলার গর্ত থেকে ২টি প্লাষ্টিকের বড় ডাম থেকে ৪২৫টি এনটি বিমান বিধবংসী গুলিসহ মোট ৯৪৫৪ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ৮০টি ম্যাগজিন, ৫টি ওয়াকিটকি সেট, ১টি রেডিও সেট ও ১১টি  এমুনেশন বক্স উদ্ধার করে র‌্যাব-৯। দুপুর ১টায় র‌্যাব-৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার রিয়াদ হাসান রাব্বানী সাংবাদিকদের নিয়ে ওই স্থানে যান। এ সময় র‌্যাব-৯ এর তিন সদস্যকে গর্ত খুড়তে দেখা যায়। গর্ত খুড়ার পর প্রায় ৬ফুট নিচে ব্যাঙ্কারের সন্ধান পাওয়া যায়। পরে রিয়াদ হাসান রাব্বানী প্রেসব্রিফিংয়ে জানান, তিন দিন ধরে র‌্যাব ওই পল্লীতে অস্ত্র অনুসন্ধান করছে। তারা অধুনিক যন্ত্রের মাধ্যমে মাটির নিচে গোলাবারুদ মজুদের সন্ধান পান। এটি সাতছড়ি জাতীয় উদ্যানে র‌্যাবের ৫ম দফা অভিযান। র‌্যাবের উইং কমান্ডার রিয়াদ হাসান রাব্বানী সাংবাদিকদের জানান, উদ্ধার করা অস্ত্র কাদের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। এ সময় র‌্যাব-৯ শ্রীমঙ্গলের অধিনায়ক এনএইচ মুছাব্বির ও চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার উপস্থিত ছিলেন। র‌্যাব-৯ আরও জানান, অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর