,

১১৬ কোটি টাকা অনুমোদন : স্বপ্নের বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে আর বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিয়েছে বহুল প্রত্যাশিত স্বপ্নের “বানিয়াচং-আজমিরিগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্প”। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর “এনইসি” সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত “একনেক” বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি টাকা। ভাটি বাংলার জন্য এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে যে সড়কটির বাস্তবায়নের স্বপ্ন দেখে আসছিলেন মরহুম শরিফ উদ্দিন এমপি। ১৯৯৭ সালের ১৯ অক্টোবর বানিয়াচং সফরে এসে সড়কটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার একনেকে অনুমোদন পাওয়ার পর সড়কটি নির্মানে আর কোন বাধাই রইল না। যার মাধ্যমে লাঘব হবে ভাটি বাংলার দুর্ভোগ।


     এই বিভাগের আরো খবর