,

পালিয়ে বিয়ে করেও ঘর বাধা হলো না প্রেমিক যুগলের

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহর থেকে পালিয়ে যাওয়া প্রেমিক যুগল বিয়ে করেও ঘর বাঁধতে পারলো না। পিতার অপহরণ মামলা থেকে বাঁচতে প্রেমিকা সদর থানায় আত্মসমপর্ণ করেছে। এ নিয়ে রসালো আলোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, ৪ বছর আগে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের চনু মিয়ার কন্যা জহুর চাঁন বিবি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মনি আক্তারের সাথে লাখাই উপজেলার সিংহগ্রামের তজু মিয়ার পুত্র ঝালমুড়ি ব্যবসায়ী রিপনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে এ সম্পর্কটি মনির পরিবার মেনে নেয়নি। ফলে তারা ঘর বাঁধার আশায় তারা ১২ জুন অজানার উদ্দেশ্যে পাড়ি জামায়। সম্প্রতি এফিডেভিটের মাধ্যমে কোর্টে বিয়ে করে। এদিকে পিতা চনু মিয়া সদর থানায় মনি অপহরণ হয়েছে মামলা দায়ের করেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই ছানা উল্লাহ প্রেমিক যুগলকে উদ্ধারের জন্য বিভিনস্থানে অভিযান চালায়। কিন্তু কোথায় পায়নি। অবশেষে গত বুধবার সকালে মনি আক্তার সদর থানায় আত্মসমপর্ণ করে। পরে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগহ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরীক্ষা শেষে আদালতে নিয়ে গেলে আদালত মনির জবানবন্দি রেখে তার পিতার জিম্মায় মুক্তি দেন। মনি আদালতে জবানবন্দিতে উল্লেখ করে তাকে কেউ অপহরণ করেনি। পালিয়ে গিয়ে বিয়ে করেছে।


     এই বিভাগের আরো খবর