,

নবীগঞ্জ শহরের যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকার যানজট নিরসনের লক্ষ্যে স্থানীয় শ্রমিক, মালিক এবং বিভিন্ন স্ট্যান্ডে ম্যানেজার-সহ নেতৃবৃন্দের সাথে গতকাল সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, নবীগঞ্জ থানার এস. আই সুধীন চন্দ্র দাশ, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ বজলুর রশীদ (৩নং ইউ/পি চেয়ারম্যান), নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস ছালাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, নবীগঞ্জ থানা পয়েন্টের সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমীন আহমেদ, মোঃ বিলু মিয়া প্রমুখ। সভাপতির স্বাগত বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘নবীগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সমস্যাগুলোর মধ্যে যানজট একটি প্রধানতম সমস্যা। এই পৌরসভাকে সকলের বাসযোগ্য করে তুলতে হলে প্রথমেই আমাদের যানজট নিরসন করতে হবে। এ জন্য যা যা দরকার পৌর প্রশাসন সবকিছু করবে।’ তিনি পৌর এলাকার যানজট নিরসনের জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসন, নবীগঞ্জ থানা প্রশাসন, স্থানীয় শ্রমিক, মালিক এবং বিভিন্ন স্ট্যান্ডের ম্যানেজার, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ও সচেতন পৌর নাগরিকবৃন্দ-সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘দক্ষ ও যোগ্য বলেই আপনারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা হয়েছেন। সুতরাং সমাজের মঙ্গলের জন্য আপনাদের উপর দায়িত্ব ও কর্তব্য অনেক। আমি মনে করি, শ্রমিক নেতৃবৃন্দ তাদের অধীনস্থদের মাধ্যমে নবীগঞ্জ পৌর এলাকায় যানজট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’ নবীগঞ্জ থানার এস.আই সুধীন চন্দ্র দাশ বলেন, ‘আমরা যদি বিবেকবান হই তাহলে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌর প্রশাসন কিছুই লাগবেনা। কথায় এবং কাজে মিল রেখে আমরা যদি শুধু নিজেকে শোধরাতে পারি তাহলে নবীগঞ্জ বাজারের যানজট নিরসন মাত্র কয়েক ঘন্টার ব্যাপার।’ নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ বজলুর রশীদ (৩নং ইউ/পি চেয়ারম্যান) বলেন, ‘নবীগঞ্জ পৌরসভা যানজট মুক্ত হোক আমরা সকলেই চাই। এ জন্য প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে আন্তরিকতার সাথে একযোগে কাজ করতে হবে।’ নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াওর মিয়া মিনিবাস-সহ বিভিন্ন যানবাহনের পার্কিং এর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পৌর কর্তৃপক্ষের কাছে জোড়ালো আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, উপ-সহকারী প্রকৌশলী এম. সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, আবু বকর, প্রফুল্ল কুমার দাশ, মোঃ জুয়েল চৌধুরী, মোঃ শাহজাহান চৌধুরী, ফয়েজ মিয়া, হাজী আঃ মতিন, মোঃ জাহির মোল্লা, মিজানুর রহমান চৌধুরী মিতু, মোঃ ফারুক মিয়া, মোঃ আঃ মালিক, মোঃ মকদ্দছ চৌধুরী, মোঃ কালা মিয়া, মোঃ সাহাদত প্রমুখ। সভায় আগামী ২৭ জুন ২০১৬খ্রিঃ তারিখের মধ্যে প্রত্যেক যানবাহন তাদের পূর্বের নিজ নিজ স্ট্যাশনে এবং ক্ষুুদ্র ব্যবসায়ীরা গ্রোথ সেন্টারে চলে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


     এই বিভাগের আরো খবর