,

বাহুবলে বালু পাচারের মহোৎসব

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার প্রসিদ্ধ বালু মহাল ধলিয়া ছড়ার বালু পাচারের মহোৎসব চলছে। চলতি বাংলা সনে সরকার বাহাদুর ওই বালু মহালটি লীজ না দেয়ায় একটি মহল প্রভাব খাটিয়ে প্রতিদিনই ৫০/৬০টি করে ট্রাক্টর বোঝাই বালু পাচার করে নিয়ে যাচ্ছে। ফলে একদিকে জনগণের সম্পদ থেকে সরকার কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ওই অসাধু মহলটি লাখ লাখ টাকার অবৈধ মালিক বনে যাচ্ছে। সবেচেয়ে বড় ক্ষতি হচ্ছে পরিবেশের। পাহাড় কেটে, নদী ছড়ার তীর কেটে, আবাদি জমি গর্ত করে বালু পাচার অব্যাহত রাখায় পাহাড় ধস, নদীর পাড় ভেঙ্গে একাকার হয়ে যাচ্ছে। ফসলি জমিরও চরম ক্ষতি সাধন হচ্ছে। এর ফলে রাস্তার ঘাটেরও বেহাল দশায় পরিণত হয়েছে। অনুসন্ধান ও স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা গেছে, ওই প্রভাবশালী মহলের সাথে জড়িত রয়েছে রাজনৈতিক কয়েক নেতা, পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিবর্গ। অনেকটা রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পরিবেশ ও জনসম্পদ রক্ষায় অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর