,

জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে ইফতার মাহফিল স্বরচিত কবিতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান’ এই শ্লোগানকে উপজীব্য করে ‘জাতীয় কবিতা মঞ্চ’ হবিগঞ্জ জেলা শাখার পথচলা শুরু হলো। গতকাল ২৪ জুন ২০১৬খ্রি. তারিখে হবিগঞ্জ সুরবিতান ললিতকলা একাডেমীর হলরুমে বিকেল ৪ঘটিকায় ইফতার মাহফিল, স্বরচিত কবিতাপাঠ এবং সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব কবিতা কংগ্রেস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ পয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুফা ইয়াসমিন নিলু, বঙ্গমাতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তোফায়েল মোস্তফা তরফদার, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, নাগরীবর্ণে সিলেটীভাষা স্বীকৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম. শহীদুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গীতিকার গোপাল রায়, কবি এস. এম শাহ্জাদা, কবি সুজিত চন্দ্র দাশ, ডা. শেখ এম এ জলিল, কবি রামধন নাগ, নবীগঞ্জ রংধনু সাহিত্য পরিষদ’র সাহিত্য সম্পাদক কবি পল্লব আচার্য্য, কবি তাজুল ইসলাম, কবি সরোজ কান্তি দাশ, কবি সাজ্জাদ চিহ্ণ, বাউল হাসান প্রমুখ। বক্তারা সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় ‘জাতীয় কবিতা মঞ্চ’ হবিগঞ্জ জেলা শাখা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর