,

মাধবপুরে চা শ্রমিকদের ধর্মঘট

মাধবপুর প্রতিনিধি ॥ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মুর্শেদ খানের মালিকানাধিন মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষে অর্ধ বেলা কারখানা বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বাগানের বিক্ষুব্ধ শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অর্ধ বেলা ধর্মঘট পালন করে। নয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রাবন সাওতাল জানান, সোমবার সকালে কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে চা পাতা পাচারের অভিযোগ আনা হলে তা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পরে। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাগানের টিলা বাবু অজিত চাষার অপসারন দাবি করে বিক্ষোভ করে। পরে বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদি টিলা বাবুকে অপসারন করা হবে বলে ঘোষনা দিলে শ্রমিকরা বেলা ১ টার দিকে কাজে যোগদান করে। টিলা বাবু অজিত বিশ্বাস চাষা বলেন, চা বাগান থেকে কাচা পাতা কম আসে বলে গত কয়েকদিন যাবত ব্যবস্থাপক তাকে চাপ দিয়ে আসছিল। এ নিয়ে গত সোমবার সকালে ব্যবস্থাপকের সঙ্গে তার কথা হয়। কিন্তু শ্রমিকদের ব্যাপারে কোনো কথা হয়নি। শ্রমিকরা কেন তার প্রতি উত্তেজিত হল তার তার বোধগম্য নয়। বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদি জানান, শ্রমিকদের সঙ্গে টিলা বাবুর ভুলবুঝাবুঝি হলে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করে। পরে তাদের বুজানো হলে তারা বেলা ১ টার দিকে কাজে যোগদান করে।


     এই বিভাগের আরো খবর