,

নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে এম.পি সহ গণমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনকে সফল করার লক্ষ্যে ও ২২ অক্টোবর অবরোধ কে সামনে রেখে গতকাল শুক্রবার রাতে আউশকান্দি বাজারস্থ রহমান কমিউনিটি সেন্টারে সংসদ সদস্য, পৌর মেয়র, ১৩ ইউনিয়নের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা  ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত টানা ৪ঘন্টা ব্যাপী এ পরামর্শ সভা অনুষ্টিত হয়। আউশকান্দি সচেতন নাগরিক সমাজের নেতা শাহনুর আলম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি (২য় পৃষ্ঠায় দেখুন) মুরশেদ আহমদ এর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম, পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ.খ.ম ফখরুল ইসলাম কালাম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, সমাজ সেবক মিজানুর রহমান চৌধুরী শামীম, ইনাতগঞ্জ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, গ্যাস আন্দোলন কমিটির উপদেষ্টা ডাঃ আজিজুর রহমান ও হাজী আতাউর রহমান, সাংবাদিক এম.এ আহমদ আজাদ, উপজেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সচেতন নাগরিক সমাজ নেতা আব্দুল মুকিত, সাংবাদিক সরওয়ার শিকদার, কিবরিয়া চৌধুরী, ইউপি সদস্য আব্দাল মিয়া, সৈয়দ নাজমূল হোসেন হারুন, সচেতন নাগরিক সমাজের নেতা শিহাব আহমদ, সচেতন নাগরিক সমাজের কুয়েত কমিটির সাধারন সম্পাদক আমিন চৌধুরী বাবলু, আব্দুল আজিজ মেম্বার, লোকমান খাঁন, আব্দুল হাই মেম্বার, সাংবাদিক বুলবুল আহমদ, কৃতি ফুটবলার দিলবাহার আহমদ দিলকাছ, শ্রমিক নেতা লিটন মিয়া, আওয়ামীলীগ নেতা মছদ্দর আলী, কুর্শী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী, শামীম আহমদ সাজু, হাজী দেওয়ান হারুনুর রশিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল আহাদ, হাজী আব্দুল কাদির, সৈয়দ আনহার আলী, সিরাজ মিয়া, নেছার আহমেদ জগলু, শফিকুল ইসলাম সেলিম, রকি পারবেজ প্রমূখ। সভায় বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে অবরোধ কর্মসূচি পালন করব এবং আগামী ২২ তারিখ অবরোধের পর পরই মহা সমাবেশ অনুষ্টিত হবে। উক্ত আন্দোলনকে রাজনীতির উর্ধ্বে থেকে শেভরনের দালাল মুক্ত করতে হবে। যারা বিগত সময়ে আন্দোলনের নামে ব্যক্তিগত বানিজ্য করেছেন তাদের চিহিৃত করে বিতারিত করতে হবে। এক সাথে আন্দোলন ও শেভরনের দালালি চলবেনা। আমাদের ন্যায্য দাবী আমাদের অধিকার, সরকার আমাদের দাবী মেনে নিয়ে অবিলম্বে নবীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বনা, আমাদের নবীগঞ্জের গ্যাস সারা বিশ্বে রূপান্তরিত হচ্ছে আর আমরা তা থেকে বঞ্চিত। এটা আমরা কখনো মেনে নিতে পারিনা। আগামী নম্বেবর মাসে ১১ তারিখে প্রধান মন্ত্রীর বৃহত্তম বিবিয়ানা গ্যাস ফিল্ড সফর উপলক্ষ্যে তার কাছে নবীগঞ্জবাসীর এ দাবী পৌছে দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করা হয়।


     এই বিভাগের আরো খবর