,

ইংল্যান্ডে জন্মগ্রহনকারী বাংলাদেশী বংশোদ্ভূত ছেলে মেয়েদের দেশে চাকুরীর সুযোগ করে দেয়ার দাবী কলি হোসেনের

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২২ জুন লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরিফ, লন্ডনের টাওয়ার হ্যামলেট সাবেক স্পিকার কাউন্সিলর এম.বি.ই চুন্নু, যুব মহিলালীগ লেস্টার শাখার সভাপতি ও নবীগঞ্জের কৃতিসন্তান কলি হোসেন। যুব মহিলালীগ লেস্টার শাখার সভাপতি কলি হোসেন তার বক্তব্যে ইংল্যান্ডে জন্মগ্রহনকারী বাংলাদেশী বংশোদ্ভূত ছেলেমেয়েদের বাংলাদেশের আইটি খাত সহ বিভিন্ন সেক্টরে ভালো কাজের সুযোগ করে দেওয়ার জন্য প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নিকট জোর দাবী জানান। এসময় তিনি আরো বলেন, সরকার যদি এ ধরনের উদ্যোগ নেয় তাহলে ইংল্যান্ডে জন্মগ্রহনকারী বাংলাদেশী বংশোদ্ভূত ছেলেমেয়েরা স্বদেশমুখি হবে এবং তারা তাদের মেধা ও মনন দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।


     এই বিভাগের আরো খবর