,

নির্বাচন পরবর্তী সহিংসতা : লাখাইয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২০

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামে নির্বাচনী সহিংসতা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ফিকলের আঘাতে ওয়াহিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৬নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বার মুজিবুর রহমানের সাথে মেম্বার প্রার্থী হিরা মিয়া ও কটন মিয়ার নির্বাচনী বিরোধসহ আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুজিবুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কটন মিয়া ও হিরা মিয়া পরাজিত হয়। এরপর থেকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। রাস্তাঘাট, বাজারসহ বিভিন্নস্থানে এ নিয়ে কটুক্তি করে কটন মিয়া ও হিরা মিয়ার লোকজন। গতকাল ওই সময় তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফিকলের আঘাতে ঘটনাস্থলেই ওয়াহিদ মিয়ার মৃত্যু হয়। ফিকলের আঘাতটি ওয়াহিদ মিয়ার চোখ দিয়ে প্রবেশ করে মাথার পেছন থেকে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ধনু মিয়া (৫০), ফুরুক মিয়া (৪৫) ও বারিক মিয়া (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে ধনু মিয়াকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ওই গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতার আতংকে ওই গ্রাম পুরুষশূণ্য হয়ে পড়েছে। এ বিষয়ে ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।


     এই বিভাগের আরো খবর