,

হবিগঞ্জে স্কুল ছাত্র ছুরিকাহত দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করার ঘটনাকে কেন্দ্র করে যুবকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় পুলিশ তিন যুবককে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার তারাবীর নামাজের পর এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, মোহনপুর এলাকার বাসিন্দা ইউনুছ মিয়ার পুত্র একই এলাকার ইসলাম উদ্দিনের পুত্র জামানের কাছ থেকে একটি দামী মোবাইল ক্রয় করে কিন্ত টাকা বাকি থাকে। এই টাকা পাওনা নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি শেষ হয়। পরে ক্ষিপ্ত হয়ে উঠে জামান ও তার সহযোগীরা। গতকাল বৃহস্পতিবার রাতে মোহনপুর গ্রামের আকবর আলীর চৌধুরীর পুত্র জেকে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র খোকন চৌধুরী কোর্ট মসজিদ থেকে তারাবীর নামাজ পড়ে বের হলে জামান মুসলিম, সালাহ উদ্দিন মিজবাস একদল যুবক তাকে তুলে নেয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে। খোকনের চিৎকারে স্থানীয় মুসল্লীরা এগিয়ে আসলে যুবকরা পালিয়ে যায়। এ খবর শহরে ছড়িয়ে পড়লে খোকনের আত্মীয় স্বজন ও তার সহপাঠিরা এদিকে জামান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন স্থানে মহড়া শুরু করে। খবর পেয়ে হবিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে মোহনপুর এলাকার হৃদয়, ইমরান আহমেদ ও জাহাঙ্গীর আলমকে আটক করে। গুরুতর আহত অবস্থায় খোকনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১২টার দিকে তাদের কে ছেড়ে দেওয়া হয়। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর