,

উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠানে এমপি মুনিম বাবু : নবীগঞ্জে নারী শিক্ষাকে এগিয়ে নিতে আইডিয়াল উইমেন্স কলেজ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে

স্টাফ রিপোর্টার ॥ উদ্দেশ্য এবং লক্ষ্য ছাড়া কোন মানুষই জীবনের সঠিক গন্তব্যে পৌছতে পারে না। নবীগঞ্জের নারী শিক্ষাকে এগিয়ে নিতে আইডিয়াল উইমেন্স কলেজ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। শক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে সবসময় পাশে থেকে কাজ করবে। এমপি এম এ মুনিম চৌধুরী বাবু গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জে আইডিয়াল উইমেন্স কলেজের উদ্বোধন ও শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ আব্দুল হাই এর সভাপতিত্বে ও শিক্ষিকা শ্রাবন্তী মজুমদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, অবঃ অধ্যাপক সফিকুল হক, অবঃ শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোফাজ্জল চৌধুরী ইমরান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সদস্য প্রবাসী সদস্য মোঃ জিলু মিয়া, সলিল বরন দাশ, অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুর রহিম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক নিরুপম দেব, প্রভাষক জন্টু চন্দ্র রায়, সুশান্ত বৈদ্য, রাজীব চন্দ্র দাশ, রতন দাশ, প্রভাষক নজির আহমেদ, প্রভাষক রিয়াদ মাহমুদ, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, ৭১ নিউজ টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, প্রভাষক বিদ্যুত চন্দ্র পাল, শারমিন জাহান শিলা, প্রভাষক জগন্ময় রায়, প্রভাষক নুপুর রায় প্রমূখ। নবীন ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন পপি রাণী দাশ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন রিমা আক্তার নাঈমা, গীতা পাঠ করেন শুভ্রা সুত্রধর। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নিতে মহিলা কলেজের কোন বিকল্প নেই। স্বাধীনতার ৪৫ বছর পর আজ নবীগঞ্জে নারী শিক্ষাকে এগিয়ে নিতে আইডিয়াল উইমেন্স কলেজের যাত্রা শুরু হলো। তাই এ শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের পাশে থেকে সার্বিক সহযোগীতা করে যাবো।


     এই বিভাগের আরো খবর