,

দিনারপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ : অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে ১২ ঘন্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে রাখে। ছাত্র-ছাত্রীবৃন্দ ঢাকা-সিলেট মহা-সড়কে অবস্থান নেয়। স্থানীয় সূত্র জানা যায়, দিনারপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির জনৈক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করত ওই এলাকার দেওপাড়া গ্রামের আব্দাল মিয়ার ছেলে মোঃ সাজু মিয়া (১৯) ও আরফান উল্লার ছেলে মোঃ কাওছার মিয়া (১৯)। এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক বখাটে সাজু ও কাওছারকে নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার দুপুরে কোচিং থেকে আসার পথে দেওপাড়াস্থ আবু মুছা মিয়ার দোকানের সামনে আসলে বখাটেরা মোটরসাইকেল দিয়ে ছাত্রীদের রাস্তা গতি রোধ করে। এসময় তারা ছাত্রীদের কাছে মোবাইল নাম্বার চাইলে ছাত্রী মোবাইল নাম্বার দিতে অসম্মতি প্রকাশ করলে বখাটেরা উত্তপ্ত হয়ে ছাত্রীর হাতে থাকা ছাতা ও বই ধরে টানা-টানি শুরু করে, এসময় বখাটেরা অশ্লীল ভাষায় কথা-বার্তা বলতে থাকে। লাঞ্ছিত ও হয়রানীর শিকার হয়ে তারা। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদে গতকাল দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় বখাটেদেরকে গ্রেফতারের দাবীতে পুলিশকে ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পুলিশ। এ ব্যাপারে গোপলার বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রহমান, জানান, পুলিশের কাছে শর্ত সাপেক্ষে ১২ঘণ্টার সময় বেধে, দেয় ছাত্র-ছাত্রীবৃন্দ, এই ১২ঘন্টার সময়ের ভিতরে বখাটে সাজু ও কাওছার’কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


     এই বিভাগের আরো খবর