,

হবিগঞ্জ জেলার ৮টি সংগঠন কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার ৮টি সংগঠনের যৌথ উদ্যোগে গত ০৮ জুলাই শুক্রবার বিকেল ৩টায় নবীগঞ্জ পৌরসভা মিলনায়তনে “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়েছে। সংগঠনগুলো হলো:- জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, বিশ্ব কবিতা কংগ্রেস হবিগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ পয়েট্স ক্লাব হবিগঞ্জ জেলা শাখা, জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখা, রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, নাগড়ী বর্ণে সিলেটী ভাষা স্বীকৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, বিবিয়ানা সাহিত্য পরিষদ ও রংধনু সাহিত্য পরিষদ নবীগঞ্জ। বিশ্ব কবিতা কংগ্রেস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি মোঃ গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে এবং জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক এড. এস. এম. ইলিয়াস মিয়া। প্রধান বক্তা ছিলেন রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কবি কোকিল দাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিক, প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, বাংলাদেশ পয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুপা ইসলাম নিলু, প্রধান শিক্ষক ও কবি এম. এ. ওয়াহিদ লাভলু, নাগড়ী বর্ণে সিলেটী ভাষা স্বীকৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবি এম. শহিদুজ্জামান চৌধুরী, গীতিকার গোপাল রায় প্রমুখ। বক্তব্য রাখেন রংধনু সাহিত্য পরিষদের সভাপতি এম. ডি. হামিদুর, সভাপতি মন্ডলীর সদস্য রাখাল সূত্রধর, কবি এস.এম. শাহজাদা, বিবিয়ানা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বক্স, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক সুজিত চন্দ্র দাশ, সহ-প্রচার সম্পাদক পল্লব আচার্য্য, কবি রামধন নাগ, বদরুল আলম চৌধুরী, অনিক মালাকার, অজিত সরকার, বিভাস চন্দ্র রায়, মোঃ জুয়েল, মোঃ বজলু চৌধুরী প্রমুখ। স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন তানভীর আহমেদ মুসা, হোসাইন রাফি, শেখ আব্দুল আজিজ, পিনাকী আচার্য্য, মোছাঃ তাসলিমা আক্তার কলি, ডলি সায়ন্তনী, সাদিয়া ইসলাম স্বর্ণা, বাক্য কুমারী স্বর্ণা, শর্মি রানী পাল, মৌ আচার্য্য, সুমি, জুয়েল আহমেদ, মান্না রায়, মোসাদ্দিক চৌধুরী প্রমূখ। ওস্তাদ শ্রীনিবাস দাস, ইয়াওর আলী, মোঃ দুদু মিয়া, এওলা মিয়া, তরুণ কন্ঠশিল্পী কিশোর সুমন, বাউল হাসান, আহমেদ জুয়েল প্রমুখ কন্ঠশিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর