,

জুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক

স্টাফ রিপোটার ॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা গত সোমবার (০১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ করেছেন। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, জাঙ্গিরাই গ্রামে আবুল হোসেন নামের দুবাই প্রবাসী এক ব্যক্তি গত জুলাই মাসে সরকারি খাস জমি ও খালের প্রায় তিন শতক জায়গা দখল করে পাকার সীমানাপ্রাচীর এবং কালভার্ট নির্মাণ করে ফেলেন। জুড়ী নদীর সঙ্গে যুক্ত ওই খালের পানি সেচে শুষ্ক মৌসুমে এলাকার লোকজন বোরো ধান ও রবিশস্যের আবাদ করেন। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে ৩ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি কার্যালয় থেকে তদর্ন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ইউএনও ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অবৈধ স্থাপনা অপসারনে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে আবুল হোসেনের নামে দুই দফা নোটিশ পাঠান। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে তা অপসারণ করা হয়নি। সূত্র জানায়, গত সোমবার বেলা ১২টার দিকে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। অভিযানকালে অন্যান্যের মধ্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পূর্বিতা চাকমাসহ উপজেলা ও জায়ফরনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আদালত পরিচালনাকারী সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘উচ্ছেদের পর জমির দখলনামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর