,

নবীগঞ্জে বিদ্যালয় ভবন উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী- মানব সম্পদ গঠনে শিক্ষার বিকল্প নাই

রাকিল হোসেন ॥ সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, মানব সম্পদ গঠনে শিক্ষার বিকল্প নাই। লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার ১লা জানুয়ারীতে বিনামুল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আগামী ২০৪১ সালে আমরা অর্থনৈতিকভাবে উন্নত দেশে পরিণত হবে। গতকাল শনিবার বেলা দেড়টায় নবীগঞ্জ উপজেলার নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, জেলা কৃষকলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম এ মুমিন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা:নিজামুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা বানু দাশ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এলাইছ খাঁন, সদস্য কাহের আহমদ দীপু শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর