,

মাধবপুরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকায় টমটম ভাড়া নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে ঢাকা ও ৪জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ঘন্টাব্যাপী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রবিবার বেলা ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা গ্রামের দুলাল মিয়ার সাথে পাশ্ববর্তী তাজপুর গ্রামের রফিক মিয়ার মধ্যে টমটম ভাড়া নিয়ে বাকবিতন্ডা হয়। এসময় উভয়পক্ষের লোকজন মসজিদে মাইকযোগে ষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তখন বেশ কয়েকটি দোকানপাট ও কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় বাঘাসুরা গ্রামের দুলাল মিয়া, সাদত আলী, জুয়েল মিয়া, মোবারক মিয়া ও ফারুক মিয়া এবং তাজপুরের রফিক মিয়া, হিরা মিয়া, তাউছ মিয়া ও দারোগা আলীকেও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মাঝে আশংকাজনক অবস্থায় বাঘাসুরা গ্রামের দুলাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও তাজপুর গ্রামের হিরা মিয়া, রফিক মিয়া ও দারোগা আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন চৌধুরী জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন আছে।


     এই বিভাগের আরো খবর