,

‘রূপসী বাংলা পরিষদ’ হবিগঞ্জ জেলা শাখা গঠিত : কবি মো. গোলাম কিবরিয়াকে সভাপতি, কবি পৃথ্বীশ সাধারণ সম্পাদক, পল্লব সাংগঠনিক

প্রেস বিজ্ঞপ্তি ॥ কবি মো. গোলাম কিবরিয়াকে সভাপতি, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক ও পল্লব আচার্য্যকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট ‘রূপসী বাংলা পরিষদ’ হবিগঞ্জ জেলা শাখা গঠন করা হয়েছে। গত ০৮ জুলাই ২০১৬ শুক্রবার বিকেল ৩টায় নবীগঞ্জ পৌরসভা মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘রূপসী বাংলা পরিষদ’ হবিগঞ্জ জেলা শাখা গঠনের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিতা কংগ্রেস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি মোঃ গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে এবং জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক এড. এস. এম. ইলিয়াস মিয়া। প্রধান বক্তা ছিলেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কবি কোকিল দাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিক, প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, বাংলাদেশ পয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুপা ইসলাম নিলু, প্রধান শিক্ষক ও কবি এম. এ. ওয়াহিদ লাভলু, নাগড়ী বর্ণে সিলেটী ভাষা স্বীকৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবি এম. শহিদুজ্জামান চৌধুরী, গীতিকার গোপাল রায় প্রমুখ। বক্তব্য রাখেন রংধনু সাহিত্য পরিষদের সভাপতি এম. ডি. হামিদুর, সভাপতি মন্ডলীর সদস্য রাখাল সূত্রধর, কবি এস.এম. শাহজাদা, বিবিয়ানা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বক্স, সাংবাদিক বদরুল আলম চৌধুরী, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সুজিত চন্দ্র দাশ, সহ-প্রচার সম্পাদক পল্লব আচার্য্য, কবি রামধন নাগ, রাজন চন্দ্র দাশ, অনিক মালাকার, অজিত সরকার, বিভাস চন্দ্র রায়, মোঃ জুয়েল, মোঃ বজলু চৌধুরী, বদরুল আলম চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৫১সদস্য বিশিষ্ট ‘রূপসী বাংলা পরিষদ’ হবিগঞ্জ জেলা শাখা গঠন করে ঢাকায় প্রেরণ করা হয়। পরে গত ১৬ জুলাই ২০১৬ খ্রি. তারিখে কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় ৫১ সদস্য বিশিষ্ট ‘রূপসী বাংলা পরিষদ’ হবিগঞ্জ জেলা শাখা অনুমোদিত হয়। কেন্দ্রীয় সভাপতি রোকেয়া প্রাচী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত কার্যকরী পরিষদ নিম্নরূপ: সভাপতি: মো. গোলাম কিবরিয়া, সহ-সভাপতি: তোফায়েল মোস্তফা তরফদার, জিয়াউর রহমান, নিলুফা ইসলাম নিলু, এম. এ ওয়াহিদ লাভলু, এম. গৌছুজ্জামান চৌধুরী ও গোপাল রায়। সাধারণ সম্পাদক: পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক: সঞ্জয় কুমার ধাম, এম. শহিদুজ্জামান চৌধুরী, প্রণয় মালদার, সুজিত চন্দ্র দাশ ও সম্পা দেব। সাংগঠনিক সম্পাদক: পল্লব আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক: রাজন চন্দ্র দাশ ও সাদিয়া ইসলাম স্বর্ণা। অর্থ সম্পাদক: কৃষ্ণকান্ত দাশ, দপ্তর সম্পাদক: বিভাস চন্দ্র রায়, প্রচার সম্পাদক: অজিত সরকার, সহ-প্রচার সম্পাদক : শ্রীপদ দাশ, মহিলা বিষয়ক সম্পাদক: লিপি রানী পাল, সাহিত্য সম্পাদক: উর্মি দাশ সামন্ত, সহ-সাহিত্য সম্পাদক: পিনাকী আচার্য্য, প্রকাশনা সম্পাদক : পিংকী দাশ, সহ-প্রকাশনা সম্পাদক : বাক্যকুমারী স্বর্ণা, সাংস্কৃতিক সম্পাদক: কিশোর সুমন, সহ-সাংস্কৃতিক সম্পাদক : সুমন দাশ ও কামরুন নাহার নিভা, ক্রীড়া সম্পাদক: তানভীর আহমেদ মুসা, সহ-ক্রীড়া সম্পাদক: অনিক মালাকার নির্বাহী সদস্য: মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, শিবু কুমার রায়, সৌমিত্র শেখর দাশ, এস.এম শাহজাদা, ইন্দ্রজিৎ পাল অরূপ, সজল চক্রবর্ত্তী, হামিদুল হক শিপন, মোঃ আব্দুল তাজ, রামধন নাগ, কারিমা আক্তার, সুমেশ দাশ, রাখাল সূত্রধর, এম.ডি হামিদুর, সাইফুল ইসলাম সারং, লোকমান হোসেন হারুন, সুমন মল্লিক, বদরুল আলম চৌধুরী, কিরণ আচার্য্য, শুয়াইব আহমদ শিপলু, আহমেদ রুবেল, সত্য আচার্য্য। উপদেষ্টা পরিষদ: কোকিল দাশ, এড. শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, কবি ভূপিকা রঞ্জন দাশ, গীতিকার মোঃ আব্দুস সালাম, কবি বাদল কৃষ্ণ বণিক, গীতিকার আলী আমজাদ মিলন, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, ছড়াকার মোঃ নুরুজ্জামান ওরফে শাহ জামান, সংগীত শিল্পী মোস্তাফিজুর রহমান সেলিম, সংগীত শিক্ষক প্রবাল কান্তি দাশ ভক্ত ও সংগীত শিক্ষক মহীতোষ দাশ মনীশ।


     এই বিভাগের আরো খবর