,

অবশেষে মারা গেল হবিগঞ্জ সদর হাসপাতালের অজ্ঞাত সেই ব্যক্তি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ৭ দিন অনাহারে অর্ধাহারে ও বিনা চিকিৎসায় অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাত বৃদ্ধ। গত মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের পরুষ ওয়ার্ডের বারান্দায় ওই ব্যক্তি মারা যান। গতকাল বুধবার সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করে। জানা যায়, গত ১২ জুলাই কে বা কারা ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে সটকে পড়ে। হাসপাতালে তাকে ভর্তি করা হলেও বিছানাতো দুরের কথা কোন চিকিৎসা জুটেনি ওই ব্যক্তির ভাগ্যে। ৭ দিন ধরে তাকে ফেলা রাখা হয়েছিল হাসপাতালের বারান্দায়। খাবার ও চিকিৎসা না পেয়ে দিনে দিনে দুর্বল হতে থাকেন ওই ব্যক্তি। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করা হলেও আর্ত মানবতার সেবায় হাসপাতাল কর্তৃপক্ষসহ সুশীল সমাজের কেউ এগিয়ে আসেননি। অবশেষে মঙ্গলবার গভীররাতে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাঃ জানান, ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারি জানান, মরে গিয়ে ওই ব্যক্তি আমাদের বাঁচিয়েছেন। এদিকে মারা যাওয়ার পর ওই ব্যক্তির লাশ নিয়ে পুলিশকেও বিপাকে পড়তে হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেলে ডোম ছাবু মিয়া লাশ কাটতে অনিহা প্রকাশ করে। অনেক অনুরোধের পর ছাবু মিয়া লাশ কাটলেও সেলাই না করে মর্গে ফেলে রাখে। অবশেষে পুলিশের পক্ষ থেকে ২শ টাকা দিয়ে যেনতেনভাবে সেলাই করে। এরকম অভিযোগ আরো রয়েছে তার বিরুদ্ধে। বিকাল ৫টায় লাশ আঞ্জুমান মফিদুলের নিকট হস্তান্তর করা হয়।


     এই বিভাগের আরো খবর