,

বাহুবলে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার ॥ অপহরণকারী আটক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধারসহ অপহরণকারী এক গৃহবধূকে আটক করেছে মিরপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পাহারাদাররা। গতকাল বুধবার সকাল পৌনে ৬টায় উপজেলার মিরপুর বাজার চৌমুহনীর পুলের পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়। অপহৃতা স্কুল ছাত্রী উপজেলার নতুন বাজার এলাকার শাহজালাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের হরিধন চক্রবর্তীর মেয়ে শান্তা চক্রবর্তী (১৪)। অপহরণকারী উপজেলার হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর মেয়ে ফাতেমা বেগম (২৫)। জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর মেয়ে সদস্য বিবাহিতা ফাতেমা আক্তার মঙ্গলবার সকালে অপহৃতা শান্তার বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ার কথা বলে শান্তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। বিকেল পর্যন্ত অপেক্ষা করে শান্তা বাড়িতে না ফিরায় খোজাখুঁজি শুরু করে তারা। এক পর্যায়ে রাতে বাহুবল মডেল থানায় শান্তার পিতা হরিধন চক্রবর্তী বাদী হয়ে অপহরনকারী ফাতেমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এদিকে গতকাল বুধবার ভোররাতে শান্তাকে নিয়ে ফাড়িঁ দেওয়ার উদেশ্যে রওয়ানা দিলে মিরপুর বাজার পৌছলে মিরপুর ব্যকসের পাহাড়াদার তোতা মিয়ার নজরে পড়লে তাদের আটক করে মিরপুর ব্যকস কার্যালয়ে নিয়ে আসে। পরে মিরপুর ব্যকসের সাধারণ সম্পাদক মো: তারা মিয়া, সহ সভাপতি আাবিদ আলী বুধন, যুগ্ন সাধারণ সম্পাদক কদর আলী, সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক রুবেল মিয়া, দপ্তর সম্পাদক জুনাঈদ মুন্সি উপস্থিত হয়ে বাহুবল মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু কর মিরপুর ব্যকস অফিসে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। মিরপুর ব্যকসের অধিনে পাহাড়াদার ইনচার্জ তোতা মিয়া জানান, হঠাৎ দেখি তারা বাহুবলের রোড দিয়ে চৌমুহনার দিক দিয়ে আসতেছে। তাদের কথাবার্তা রহস্যজনক মনে হলে তাদের দুজনকে আটক করে ব্যকস অফিসে নিয়ে আসি। মিরপুর ব্যকস অফিসে আটককৃত অপহৃতা শান্তা জানায়, সে আমাকে প্রাইভেট পড়ার কথা বলে আমাকে বাড়ি থেকে নিয়ে আসে। বলে মিরপুর তার দুলাইভাইর বাসায় ভাল স্যার থাকেন। অপহরণকারী ফাতেমা বেগম বলেন, শান্তর পরিবার খুব গরীব বলে তাকে নিয়ে একটি গার্মেন্টেসে চাকুরী দিব বলে নিয়ে আসি। গত রাতে মিরপুর বাজারে আমার বোনের জাসাই প্রবাসী লিটনের বাড়িতে থাকছি। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপহৃতার পিতাকে খবর দেওয়া হয়েছে। রাতে মামলা হবে। কাল (আজ) আদালতে পাঠানো হবে।


     এই বিভাগের আরো খবর