,

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সমাবেশ এমপি আবু জাহির- পাড়া মহল্লায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হবে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মো. আবু জাহির বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যা প্রতিরোধে হবিগঞ্জের পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে। আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থেকে কাজ করতে হবে। মনে রাখতে হবে ইসলামের নামে যারা হত্যা ও মানুষকে কষ্ঠ দেয় তারা প্রকৃত পক্ষে কাফের। আর এই অঞ্চলে ইসলাম প্রচারকারী যারা ছিলেন তারা হলেন সুফি ও আউলিয়া। হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ও হযরত শাহজালাল (র.) মানুষ হত্যা করে ইসলাম প্রচার করেননি। বিএনপি-জামায়াত চক্র কচি মনের তরুনদেরকে বেহেশতের লোভ দেখিয়ে দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। বিদেশী বিনিয়োগ বন্ধ করে তারা দেশকে পিছিয়ে দিতে এই ষড়যন্ত্র করছে। গতকাল দুপুরে পৌরসভা প্রাঙ্গনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়মীলীগের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যা প্রতিরোধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। গতকাল দুপুরে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে বৃষ্টিকে উপক্ষো করে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে যোগদান করেন। তাদের সকলের মুখেই ছিল একটি শ্লোগান। জঙ্গিবাদ ও সন্ত্রাসকে না বলুন। হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবালের পরিচালনায় সমাবেশ প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ জাতীয় নির্বাহী পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী সৈকত, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সুফি মিয়া, ফেরদৌস আরা, আব্দুল্লা সর্দার, আব্দুল মুকিত, জামাল সরদার, জামাল মিয়া, জাকির হোসেন, গাজীউর রহমান ইমরান, সেবুল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন- আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, ফরহাদ আহমেদ আব্বাস, মোঃ আনু মিয়া, বুলবুল খান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


     এই বিভাগের আরো খবর