,

সর্বোচ্চ সংখ্যক ভোটার নিয়ে আজ হবিগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সর্বোচ্চ সংখ্যক ভোটার নিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। ১২টি অর্ডিনারী পদের জন্য ২৫ জন ও ৬টি এসোসিয়েট পদের জন্য ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠনের নেতৃত্ব লাভের জন্য ২টি প্যানেলের প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ২টি প্যানেলের প্রার্থীরাই দিন রাত ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। এবার প্রচারণার সময় বেশি হওয়ায় প্রার্থীদেরকে বেশ পরিশ্রম করতে হচ্ছে। ভোটাররাও অনেক সময় প্রার্থীদের বারংবার ভোট চাওয়ার কারনে বিব্রত হয়ে পড়ছেন। ভোটারদের মধ্যে একটি বড় অংশই জেলা শহরে অবস্থিত। এতে করে প্রার্থীরা তাদের প্রচারণায় জেলা শহরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে উপজেলাগুলোতেও প্রার্থীদের পদচারণা কম নয়। দিনের একটি সময় প্রার্থীরা উপজেলা যাচ্ছেন আবার বাকী সময়টা শহরে কাজ করছেন। প্রার্থীরা নিজেরা ছাড়াও তাদের পরিবার, আত্মীয়-স্বজনরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত যোগাযোগ ছাড়াও মোবাইল ও এসএমএস-এর মাধ্যমে প্রচারণা চলছে। হবিগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনে ভোটাররা মূলত প্রার্থীদের বিভিন্ন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা যাচাই করেন। ব্যবসায়িক দক্ষতা, সফলতা তাদের কাছে অন্যতম মূল বিষয়। ভোটাররা আরো বেশি চিন্তা করেন চেম্বারের কোন নেতৃত্বে তাদের বেশি স্বার্থরক্ষা করবেন। ব্যবসায়ীদের সমস্যা সম্ভাবনা আরো কিভাবে কাজে লাগানো যায়। বিশেষ করে হবিগঞ্জে সাম্প্রতিককালে শিল্পায়নের যে জোয়ার শুরু হয়েছে তাতে করে হবিগঞ্জ চেম্বারের গুরুত্ব আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করলে তাদের অনেকেই জানান, চেম্বারের পরিচালক যারা হবেন তারা অবশ্যই সক্রিয় ব্যবসায়ী হবেন। মৌসুমী বা পার্টটাইমার ব্যবসায়ী পরিচালক দিয়ে চেম্বারের সক্রিয়তা বৃদ্ধি করা যাবে না। অতীতে এমন অনেক নজির রয়েছে যে পরিচালকদের বেশির ভাগ সক্রিয় ব্যবসায়ী না হওয়াতে চেম্বারের কাজে কাঙ্কিত গতিশীলতা আসেনি। এতে করে ভোটারদের অনেকেই আশা করেন এবারের নির্বাচনে সক্রিয় ব্যবসায়ীরা হবিগঞ্জ চেম্বারের পরিচালক পদে নির্বাচিত হউক। এবারের নির্বাচনে ৯৬৪ জন অর্ডিনারী ভোটার ও ৩১৩ জন এসোসিয়েট ভোটার রয়েছেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মর্তুজা ইমতিয়াজ জানিয়েছেন, সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের (সাবেক বিয়াম ল্যাবরেটরী স্কুল ভবন) একটি ভবনে ভোট গ্রহণের জন্য ১২টি বুথ স্থাপন করা হয়েছে। ১৪ জন নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব নির্বাচন কর্মকর্তা থাকবেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এদিকে, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত থাকবে। গতকাল সকালে সকল প্রার্থীদের সঙ্গে নির্বাচন ও আপীল বোর্ড একটি পরামর্শ সভা করেছেন। হবিগঞ্জের ব্যবসায়ী সমাজ আশা করছেন শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সক্রিয় নেতৃত্ব গঠিত হবে। আজ শনিবার প্রথম পর্যায়ের নির্বাচনের পর অর্ডিনারী গ্র“পের ১২ জন ও এসোসিয়েট গ্র“পের ৬ জন নির্বাচিত পরিচালক আগামী ২৭ অক্টোবর প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।


     এই বিভাগের আরো খবর