,

নবীগঞ্জের বান্দের বাজারে গলা কাটা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার বেঙ্গল ফুডের ব্যবসায়ী চয়ন রায় (৩০) কে গলা কাটা অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গত রবিবার রাতে ব্যবসা শেষে দোকানেই ঘুমিয়ে ছিলেন চয়ন। রাত প্রায় ২টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা দোকানে ডুকে ছুরি দিয়ে তার গলা কেটে চলে যায়। কিছুক্ষণ পর পাশের দোকানে ঘুমিয়ে থাকা ফার্ণিচার ব্যবসায়ী রাজিব ও সেলুন ব্যবসায়ী সমরান গলার শব্দ শুনে চয়নের দোকানে এসে তাকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তমাখা জামা কাপড় জব্দ করেছে। আহত চয়নের বড় ভাই বিপ্লব দাশ জানান, তাকে হত্যা করা নাকি ডাকাতির উদ্দেশ্যে তার গলা কাটা হয়েছে, সে কথা বলা না পর্যন্ত কিছু বলতে পারছিনা। আহত চয়ন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের চিত্তরঞ্জন দাশের পুত্র। তিনি বিগত কয়েক বছর ধরে বান্দের বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির টহল জোরদার থাকার পরও কভাবে দৃর্বৃত্তরা এ ধরণের বড় একটি দুর্ঘটনা ঘটিয়ে নিরাপদে চলে গেল এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হবিগঞ্জের এএসপি সাজিদুর রহমান ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন খান জানান, বিষয়টি এখনো তদন্তাধীন আছে। শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটিত হবে।


     এই বিভাগের আরো খবর