,

বানিয়াচঙ্গে চাঁদা দাবীর অভিযোগে আটক ৩

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার নিকট চাঁদা দাবির অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আটককৃতরা হল ঃ উত্তর সাঙ্গর গ্রামের আব্দুর রহিমের পুত্র শেখ কবির উদ্দিন, উদ্দুত আলীর পুত্র আক্রম আলী ও ছুরাব আলীর পুত্র করম আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, ২২ জুলাই উল্লেখিতরাসহ বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষিকা পারুল রাণী দাসের নিকট চাঁদা দাবি করে। অন্যথায় অফিস ভাংচুর ও কাগজপত্র ছিড়ে ফেলে তারা। এ ব্যাপারে ওই শিক্ষিকা অভিযোগ দিলে তাদের আটক করে। এদিকে আটককৃতরা জানায়, ওই শিক্ষিকা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আওয়ালকে নিয়ে ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গত ২৪ জুলাই জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করি। গত বুধবার অভিযোগটি তদন্তের জন্য ওই স্কুলে গেলে প্রধান শিক্ষিকার নির্দেশে তার স্বামী শংকর দাস এবং ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আওয়াল, আব্দুল মিয়া ও শাহজাহানসহ বেশ কয়েকজন লোক তাদের উপর হামলা চালায়। এসময় উভয়পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মেম্বার হাজেরা বেগম ও আব্দুর রহিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা রোগীদের চিকিৎসা করাতে হাসপাতালে আসি। পুলিশ আমাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়।


     এই বিভাগের আরো খবর