,

নবীগঞ্জে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে কমিউনিটি পুলিশিং এর সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মত বিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় থানা কম্পাউন্ড ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খাঁন। পরিচালনা করেন উপজেলা কমিউিনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের এডিশনাল এসপি আ,স,ম শামছুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সার্কেল এ এসপি সাজিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ইউপি চেয়ারম্যানবৃন্দের মধ্যে নজরুল ইসলাম, আবু সিদ্দিক, মহিবুর রহমান হারুন, জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, এড.সুলতান মাহমুদ, এড, ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ, সাবেক কমিশনার মিনা আক্তার, আওয়ামীলীগের নেত্রী দিলারা হোসেন, সাবেক কাউন্সিলার রিজভী আহমদ খালেদ, ব্যবসায়ী বাবুল রায়, গৌরাঙ্গ বাবু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, গৌতম রায় প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানদের মধ্যে আলী আহমদ মুসা, আবু সাঈদ এওলা মিয়া, সত্যজিত দাশ, আশিক মিয়া, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম প্রমূখ। সভায় জঙ্গি দমনে পুলিশের জিরো ট্রলারেন্সনীতি পালনে সবাই সর্বাত্বক সহযোগিতার অঙ্গীকার করেন। আমরা চাই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে। প্রথমেই জনগনকে সচেতন হতে হবে। এখানে কোন রাজনীতিকে প্রশ্রয় দেয়া হবেনা।


     এই বিভাগের আরো খবর