,

বানিয়াচঙ্গে বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর হাওরে পাশ্ববর্তী খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে পানিতে ডুবে নিখোঁজের প্রায় ১০ঘন্টা পর মোজাক্কির মিয়া নামের ওই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন যুবক। ওই ৩ যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটে। সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ জানান, শতমুখা গ্রামের বাহাউদ্দিন সহ ৪ জন যুবক একত্রিত হয়ে মাছ ধরার জন্য জাল তৈরি করে। গতকাল শুক্রবার ভোরে একটি ডিঙ্গি নৌকা নিয়ে তারা সুজাতপুর হাওরের পার্শ¦বর্তী খোয়াই নদীতে মাছ ধরতে যায়। সকাল ৬টার দিকে হালকা বৃষ্টি হলে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে তাদের নৌকার একাংশে বজ্রপাত আঘাত করলে তারা আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায়। মোজাক্কিরের অন্যান্য সহযোগীরা পানি থেকে নৌকায় উঠলেও মোজাক্কির মিয়া নদীতে তলিয়ে যায়। মোজাক্কিরের সহপাটি আহত হারুন মিয়া, জুয়েল ও বাহার উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে স্থানীয় লোকজন নৌকা নিয়ে নিখোঁজ মোজাক্কিরের সন্ধান করতে থাকে। কিন্তু তার কোন সন্ধান না পেলে আমি বিষয়টি হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করি। খবর বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে পৌছে মোজাক্কিরের লাশ উদ্ধার করে। নিহত মোজাক্কির শতমুখা গ্রামের মৃত আফতু মিয়ার পুত্র। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহিত বখত চৌধুরী জানান, প্রায় ১৫ মিনিট সন্ধান চালিয়ে নিখোঁজ মোজাক্কিরের লাশ উদ্ধার করা হয়। গতকাল রাতেই মোজাক্কিরের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।


     এই বিভাগের আরো খবর