,

হবিগঞ্জ জেলার ৭৬টি ইউনিয়ন পরিষদচেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দেশবাসীর নিরাপত্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েও পিছপা না হয়ে অত্যন্ত সাহসিকতার সাথে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশের বর্তমান ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এছাড়া কোথাও সন্ত্রাস-জঙ্গিবাদের অস্থিত্ব টের পেলে পুলিশকে জানানোর জন্য নব-নির্বাচিত চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়েছেন এমপি আবু জাহির। গতকাল শনিবার হবিগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে জেলার নব নির্বাচিত ৭৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এমপি আবু জাহির বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন জননেত্রী শেখ হাসিনার একটি অনন্য উদ্যোগ। এর ফলে দেশের জনগণ উপহার পেয়েছেন একটি নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, বিভিন্ন প্রতিশ্র“তি দিয়ে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। অতএব জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই আপনাদের কাজ করতে হবে। গতকাল সকালে পুলিশ লাইনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি জনপ্রতিনিধিদের মিলন মেলায় রূপ নেয়। সংবর্ধিত ইউপি চেয়ারম্যানদের পাশাপাশি অতিথি হিসাবে উপস্থিত হন জেলার ৪টি আসনের সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসেনর এমপি, সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সকল পৌরসভার মেয়র। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ ও জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন বক্তারা। হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর