,

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন লাভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটি খানা জেলা কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত অনুমোদিত ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি নারায়ন রায়, কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, বিভু আচার্য্য, রতœদীপ দাশ, অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পবিত্র বনিক, দপ্তর সম্পাদক ডাঃ অমলেন্দু সুত্রধর, মহিলা সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর দেবলা দাশ, সমাজসেবা সম্পাদক পিন্টু রায়, গণসংযোগ সম্পাদক সলিল বরন দাশ, সাহিত্য সম্পাদক পৃথ্বিশ চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক শিক্ষক সজল চন্দ্র গোপ, নির্বাহী সদস্য সুখেন্দু পুরকায়স্থ, প্রমথ চক্রবর্তী বেনু, অবঃ শিক্ষক সুশীতল রায়, মুক্তিযোদ্ধা গৌরদাশ রায়, অশোক তরু দাস, কমলা কান্ত আচার্য্য, এডঃ সুষেন্দ্র দাশ, নৃপেন্দ্র পাল, নিতেশ রায়, সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, অবিনাশ চক্রবর্তী, নিকুঞ্জ পাল নিখিল, গৌরমনি সরকার, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, রানু দাশগুপ্ত, অসিত বরন পাল, সুবিনয় রায় বাপ্পি, রবীন্দ্র কুমার পাল রবি, গৌতম কুমার রায়, শিক্ষক লিটন চন্দ্র রায়, শিক্ষক সুব্রত কুমার দাশ, সুজিত পাল, সুকেশ চক্রবর্তী, রতীশ দাশ, দিবেন্দু বিকাশ ধর ঠগর, ক্ষিতেন সুত্রধর, জিতেশ সুত্রধর, কানাই লাল দাশ, রাজীব কুমার রায়, শিক্ষক রতন কুমার পাল, জ্যোতিষ রঞ্জন সরকার, লিটন চন্দ্র দাশ, সুবিনয় দাশ মনি, সুদীন দাশ, অঞ্জন সুত্রধর, জ্যোতিম্ময় দাশ।


     এই বিভাগের আরো খবর