,

শোকের মাসে সংবর্ধনা নেয়ায় এমপি কেয়া চৌধুরীর প্রতি নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের স্থানীয় শেরপুর বাজারে বিদ্যুৎ উদ্বোধন ও সংবর্ধনা সভা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, গতকাল বিকেলে সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে তাকে স্থানীয় শেরপুর এলাকায় চিহ্নিত জামায়াত-শিবির সমর্থিত ও বিএনপির নেতাকর্মীরা এ সংবর্ধনা সভার আয়োজন করে। উক্ত সভায় আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া সংবর্ধনা নেয়ায় আওয়ামী পরিবারে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। জাতির জনক বঙ্গবন্ধুর ১৫ আগষ্ট শাহাদাত বার্ষিকী হিসেবে প্রতিবছরের ন্যায় শোকাহত মাস হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ পালন করে যাচ্ছে। পুরো আগষ্ট মাসকে ঘিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মরণে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে। শোকাহত মাসে সংবর্ধিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এ সংবর্ধনা নেয়ায় দলের নেতাকর্মীরা তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী জানান, জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাতের মাসে আওয়ামীলীগের সংরক্ষিত এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া সংবর্ধনা নেয়ায় আওয়ামীলীগের পরিবারের লোকজন মর্মাহত ও বিষ্মিত হয়েছে। এব্যাপারে এমপি আমাতুল কিবরিয়া চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।


     এই বিভাগের আরো খবর