,

হবিগঞ্জ শহরের ওয়ান-টু-নাইনটি নাইন মার্কেটে টাকা ছাড়া মাল নিয়ে যাওয়ার অভিযোগে ৩ স্কুল ছাত্রকে পিটিয়ে আহত ॥ সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের মিশন রোড এলাকায় ওয়ান-টু-নাইনটি নাইন মার্কেটে টাকা ছাড়া মাল নিয়ে যাওয়ার অভিযোগে ৩ স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করেছে দোকানের কর্মচারীরা। এ ঘটনায় সড়ক অবরোধ হয়েছে। তবে এনিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। সূত্র জানায়, মক্তমপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও পাতারিয়া গ্রামের আব্দুল আহাদের পুত্র হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আশরাফুল আলম শুভ (১৪) ও একই গ্রামের শফিক মিয়ার হবিগঞ্জ হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র সাগর মিয়া (১৩) ও একই গ্রামের একই স্কুলের আশিক মিয়ার পুত্র ৮ম শ্রেণীর ছাত্র জাবেদ মিয়া (১৪) গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর ওই মার্কেটে কেনাকাটা করতে যায়। শুভ তার আপুর জন্য চুড়ি ও মগ ক্রয় করে নিয়ে আসতে চাইলে দোকানের কর্মচারী বলে টাকা দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে কর্মচারীরা ওই ৩ ছাত্রকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ খবর তাদের অভিভাবকদের কাছে পৌছলে মিশন রোড অবরোধ করে রাখে। পরে স্থানীয় জনগনের সাহায্যে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী-পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থলে ছুটে যান চেয়ারম্যান আব্দুল আহাদ, অগ্রদূত পরিবহনের মালিক ফজলুর রহমান লেবু ও ইরাজ মিয়াসহ ব্যকসের নেতৃবৃন্দ। এসময় দোকানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত দোকানটি বন্ধ থাকবে। এব্যাপারে ওই দোকানের ম্যানেজার আবুল হাশেম জানান টাকা না দিয়ে জিনিস নিয়ে যাচ্ছিল। এ কারণে তাদেরকে জিজ্ঞেস তারা দোকান থেকে চাকু নিয়ে মারতে আসে। অপরদিকে আহত ছাত্ররা জানায়, আমরা টাকা দিয়ে জিনিস নিয়েছি। এরপরও তারা শাটার বন্ধ করে আমাদেরকে অমানসিক ভাবে মারপিট করেছে। চেয়ারম্যান আব্দুল আহাদ জানান, টাকা দেয়ার পরও আমার ছেলে ও তার সহপাঠীদের কে অমানসিক ভাবে নির্যাতন করেছে। এ রকম তারা আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছে। দোকানের ভিতরে ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয়।


     এই বিভাগের আরো খবর