,

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তে এরাবরাক নদীতে সেতু স্থাপনের ঘোষণা দুই এমপির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তে এরাবরাক নদীতে সেতু স্থাপন করে দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন সেতু বন্ধনের ঘোষণা দিলেন দুই এমপি। দীর্ঘ কয়েক যুগের স্বপ্ন পূরনে জনতার মধ্যে আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের সময় দুই জেলার সীমান্তবর্তী এরাবরাক নদীর তীরে অবস্থিত মৌলভীবাজার সদর উপজেলার ৯নং খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামে ২৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষনা দেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। শোক সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে মুস্তাক সরকারের পেতাত্মারা এ দেশ থেকে আওয়ামীলীগ এর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু বাঙ্গালী জাতীর ইতিহাসে কোন দিনও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে ভুলা যাবেনা। ৭ই মার্চ এর ভাষনের মাধ্যমেই এই প্রথম এদেশে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ডাকে বাঙ্গালী জাতি যার যা কিছু ছিল তা নিয়েই ঝাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। তাই আজ আমরা স্বাধীন জাতি হিসাবে বিশ্বের কাছে গর্ব করতে পারি। ইউপি সদস্য হাজী ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মীনি মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কমার্স এর সভাপতি কামাল আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি ও ৯নং খলিলপুর ইউপির চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু, ৫নং আউশকান্দি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন। সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এড. সাইফুল ইসলাম, আব্দুল খালিক, ইউপি সদস্য তাহের উদ্দিন, সুফি মিয়া। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদ, সমাজ সেবক হাজী আব্দুল হামিদ নিকছন, ইউরো বাংলা সিলেটের বার্তা সম্পাদক এম মুজিবুর রহমান, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, চ্যানেল এস বিডি এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউপি সদস্য আব্দুল মুকিত, কুর্শি ইউপি যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু, যুবলীগ নেতা ওলিউর রহমান প্রমূখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আউশকান্দি-হীরাগঞ্জ বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল হাদি। উল্লেখ্য, উক্ত ব্রিজটি নির্মাণের ঘোষণায় প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ও প্রয়াত কৃষিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর স্বপ্ন পুরণ হলো। লাগব হতে যাচ্ছে কেশবচর সাটিয়া সহ কয়েকটি গ্রামবাসীর দুর্ভোগ।


     এই বিভাগের আরো খবর