,

ইলিয়াস আলীকে ফিরে পেতে মিছিল-সমাবেশ

সিলেট প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের ৩০ মাস পূর্তিতে সিলেটে মিছিল সমাবেশ করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদ সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের (২য় পৃষ্ঠায় দেখুন) আগে নগরীর সিটি পয়েন্টে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব শেখ মকন মিয়া। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউল বারী চৌধুরী খুর্শেদের যৌথ পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল গফফার বলেন, বৃহত্তর সিলেটকে নেতৃত্ব শূন্য করার জন্য জননেতা এম. ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে। নিখোঁজের ৩০ মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত সিলেট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া হয়নি। তিনি বলেন, গুম করে সিলেটবাসীর হৃদয় থেকে এম ইলিয়াস আলীর নাম মুছে ফেলা যাবে না। তিনি অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা তাঁতীদলের সিনিয়র সহ সভাপতি শহিদ আহমদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, বিএনপি নেতা আরিফ ইকবাল নেহাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহিদ সোহেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এনামুল কবির বাদশা, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সহিদ, মওদুদুল হক মওদুদ, বিএনপি নেতা সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, তাজ মুহাম্মদ ফখর উদ্দিন, কাজী মুহিবুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ-সভাপতি চৌধুরী মুহাম্মদ সুহেল প্রমুখ। সভা পরবর্তী বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব জিন্দাবাজার গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।


     এই বিভাগের আরো খবর