,

হবিগঞ্জের বৈদ্যের বাজার থেকে জঙ্গি সন্দেহে ৯ শিক্ষার্থী আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার থেকে জঙ্গি সন্দেহে ৯ জন মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, মাধবপুর উপজেলার উঠানিয়া গ্রামের আলি হোসেনের পুত্র মোশাহিদ মিয়া (২০), চুনারুঘাট উপজেলার পুরাইকলা গ্রামের নুর মিয়ার পুত্র আমিরুল ইসলাম (১৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের রেজাউল করিমের পুত্র আনোয়ার হোসেন (২০), বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের ছাদেক মিয়ার পুত্র শফিকুল ইসলাম (১৮), সদর উপজেলার পইল গ্রামের ছামির আলীর পুত্র জাহাঙ্গীর আলম (১৯), চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের শফিকুল ইসলামের পুত্র এনামুল হক (১৯) একই উপজেলার ধারগাও গ্রামের আলাউদ্দিনের পুত্র আকরাম হোসেন (১৮), ফুলবাড়িয়া গ্রামের তনু মিয়ার পুত্র তাহমিদ মিয়া (১৯) ও সদর উপজেলর বনগাও গ্রামের শরিফ আলীর পুত্র আবু বকর (১৮)। গতকাল বুধবার দুপুরে বৈদ্যের বাজার এলাকা থেকে সদর থানার এসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, বৈদ্যের বাজারে হবিগঞ্জ লাখাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের জনসভা ছিল। তিনি জনসভায় যোগদানের সময় তাদেরকে জনসভার আশেপাশে মিলিত হয়ে আড্ডা দিতে দেখতে পান। তখন তিনি বিষয়টি পুলিশকে জানালে তারা আটক করে নিয়ে আসে। দিনভর যাচাইবাচাই শেষে রাত ৯ টার সময় ৯ জনের মধ্যে ৭ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ২ জন এনামুল হক ও মোশাহিদকে আটক রেখে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে সদর থানার এসআই সানা উল্লাহ জানান, যাচাই বাচাই শেষে ৭ জনের অভিভাবক ও স্কুল মাদ্রাসার শিক্ষক আসায় তাদেরকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকী ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর