,

চুনারুঘাটে জানাজায় ৩ মোবাইল চোর আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ নিউ ইয়র্কে নিহত ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জির নামাজে জানাজায় শতাধিক মুসল্লীর মোবাইল ও নগদ টাকা পয়সা খোয়া গেছে। একটি সংঘবদ্ধ পকেটচোর নামাজে জানাজার সময় মুসল্লীদের পকেট থেকে মোবাইল ও নগদ টাকাসহ মুল্যবান কাগজপত্র নেয়। চোরেরা ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। পরে লাশ দাফনের সময় কবরস্থান থেকে ৩ পকেট চোরকে জনতা আটক করে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিহত ইমামের গ্রামের বাড়ি আমুরোড ঈদগা মাঠে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেশ কয়েকজন মুসল্লী তাদের পকেট হাত দিতেই দেখেন সাথে থাকা মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকাসহ মুল্যবান কাগজপত্র নেই। তারা এবিষয়টি উপস্থিত মুসল্লীদের জানাতেই সাথে সাথে শতাধিক মুসল্লী তাদের মোবাইল, নগদ টাকাসহ কাগজপত্র খোয়া যাওয়ার কথা জানান দিতে থাকেন। এসময় সকল মুসল্লীদের মধ্যে আতংক দেখা দেয়। যাদের মোবাইল ও টাকা খোয়া গেছে, তাদের কয়েকজন হলেন চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিব, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, মনিরুল হক রকিব প্রমুখ। পরে পকেটে হাত দিয়ে মুসল্লীরা ঈদগা ত্যাগ করেন এবং পকেট চোরের সন্ধান করতে থাকেন। লাশ নিজ গ্রাম গোছাপাড়া কবরপাড়ে নিয়ে যাওয়ার পর সেখানেও সংঘবদ্ধ পটেকচোররা হানা দেয়। এসময় নিহত আলাউদ্দিন আখঞ্জির ছেলে ফয়েজ উদ্দিন আখঞ্জির পকেট থেকে মোবাইল চুরি করার সময় হাতে নাতে দুজনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ ও জনতা বিভিন্ন স্থানে তল্লাশী করে আরো এক জনকে আটক করে। প্রাথমিক ভাবে জানা গেছে, তাদের প্রত্যেকের বাড়ি ঢাকা জেলায়। বৃহৎ এ জামাতের কথা শুনে সংঘবদ্ধ পকেটচোর চক্রটি ঢাকা থেকে এসে এঘটনা ঘটায়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর