,

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ : জেলায় পাশের হার ৬৭.২০%

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল দুপুরে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার হবিগঞ্জে কমছে জিপিএ-৫ ও পাশের হার। এবারের পরীক্ষায় জেলায় মোট ১২ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৩ হাজার ৮শত ১ জন ছেলে ও ৪ হাজার ৩শত ৮ জন মেয়ে অংশগ্রহন করে। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৮ হাজার ১শত ৯ জন। জেলায় পাশের হার ৬৭.২০%। আর জিপিএ-৫ এসেছে মাত্র ৮৯টি। এর মধ্যে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ থেকে মোট ১২শত ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। প্রতিষ্টানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী। পাশের হার ছিল ৮৮%। অন্যদিকে, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজ থেকে ৮৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। প্রতিষ্টানটিতে নেই কোন জিপিএ-৫। যার পাশের হার ৬৬.২৩%। এদিকে, জেলার নবীগঞ্জ উপজেলায় এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে শীর্ষে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ। ২০১৬সালের এইচ.এস.সি পরিক্ষায় মোট ৬০৭জন অংশগ্রহন করে ৪৮৬ জন কৃতকার্য্য হয়। পাশের হার ৮০.৭%। বিজ্ঞান বিভাগে ৫৬জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৫২জন, এদের মধ্যে “এ+” পেয়েছে ৭জন, “এ” গ্রেড ৩৯জন, মানবিক বিভাগে ৪৯৭ জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৩৮৪জন, “এ+” পেয়েছে ২জন। বানিজ্য বিভাগে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৫০জন। বাংলাদেশ কারিগরি বোর্ডের অধিনে বি.এম শাখায় ২টি “এ+”সহ ২৬জন পরিক্ষার্থী কৃতকার্য হয়। বাহুবল উপজেলার আলিফ সোহবান বিশ্ববিদ্যালয় এন্ড কলেজটি জেলার ২য় স্থান লাভ করে। কলেজটি থেকে মোট ৬৫৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। কৃতকার্য হয়েছে মোট ৫৩০ জন শিক্ষার্থী। যার পাশের হার ৮১%। এ কলেজ থেকে জিপিএ-৫ লাভ করেছে দ্বিতীয় সর্ব্বোচ্চ ২২ জন শিক্ষার্থী। লাখাইয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার-ফল প্রকাশ হয়েছে। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায় এইচ.এস.সিতে ২টি কেন্দ্র লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ কেন্দ্র ও জিরুন্ডা তোফাইলিয়া মাদ্রাসায় মোট দুটি কেন্দ্রে ৪৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর লাখাইয়ে পাশের হার ৭২.৫১%। লাখাই উপজেলার একমাত্র কলেজ লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে এইচএস পরীক্ষায় ৪১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৯৮ জন। জিরুন্ডা তোফাইলিয়া মাদ্রাসা হতে আলিম পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২২ জন। কলেজ কিংবা মাদ্রাসা হতে কোন ছাত্র/ছাত্রী জিপিএ ৫ পায়নি।


     এই বিভাগের আরো খবর