,

ইনাতগঞ্জের নরখাই নদীটি প্রভাবশালী মহলের দখলে : মৃত ব্যক্তি কর্তৃক ভূমি লিজ নেওয়ার আবেদন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উত্তর প্রজাতপুর মৌজাপুর সরকারী খতিয়ানের নরখাই নদীটি প্রভাবশালী কর্তৃক দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন কান্দি গ্রামের মৃত আস্টর উল্লার ছেলে মৃত আব্দুল মন্নান নরখাই নদীটির কিছু অংশ সরকারীভাবে লিজ না নিয়েই জোরপূর্বক দখল নিয়ে নদীটির উপর মটি ভরাট করে একটি পাকা দালানঘর নির্মান করেন। এবং দীর্ঘদিন যাবত তার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলো। ফলে এলাকবাসী বর্ষায় নৌকাযোগে ও হেমন্তকালে পায়ে হেটে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটছে। এমনকি নদীর পারে গরু ছাগল ছড়ানোর মতো কোন জায়গা নেই। যার কারনে এলাকার বিভিন্ন গ্রামের জনসাধারণের যাতায়ত ও গোচারনে বিভিন্ন প্রতিবন্ধকার সৃষ্টি হয়েছে। এছাড়া বানিউন গ্রামের মৃত আবুল কালামের ছেলে আবু কয়েছ একই খতিয়ানের মধ্যে নদীটির প্রায় ০.১৬ একক চারারকম ভূমি ভোগদখল করে আসছে। উক্ত ভূমির অংশটুক মৃত আব্দুল মন্নানের পাকা দালানঘরের সংলগ্ন হওয়ায় আব্দুল মান্নানের লোকজন দিয়ে জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে বলে গ্রামবাসী অভিযোগ করেছেন। এর প্রতিকার চেয়ে আবু কয়েছ বাদী হয়ে হবিগঞ্জ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়ের করার পর থেকে আবু কায়েছকে হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে মামলা মোকদ্দমা দায়ের করা হয়েছে। এব্যাপারে আবু কায়েছ তার জানমালের নিরাপত্তা চেয়ে গত জুন নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। সাধারণ ডায়েরী নং-৩৪০/১৬। এছাড়া এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, মৃত আব্দুল মান্নান জীবিত থাকা অবস্থায় ওই নদীর উপর ঘর তৈরির আগে সরকারীভাবে কোন অনুমোদন না নিয়ে পাকা দালানঘর নির্মাণ করে ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ৬ বছর পর কিভাবে পুনঃজীবিক ২০১৩ সালে ওই ভূমিটি সরকারীভাবে লিজ নেওয়ার জন্য হবিগঞ্জ রাজস্ব অফিসে তার নিজ নামে স্বাক্ষরিত দরখাস্ত দাখিল করেন তা এলাকবাসীর বোধগম্য নয়। স্বারক নং-৩৭১/১৬। উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন খান তার মৃত্যুসনদ প্রদান করেন। মৃত ব্যক্তির নামে দরখাস্তের ঘটনায় এলাকায় নানা মুখরোচক আলোচনা ও চাঞ্চলের সৃষ্ঠি হয়। ওই নদীটির উপর দালানঘর ও ভূমি দখলদারদের উচ্ছেদ করে নরখাই নদীটি পুনরুদ্ধানের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর