,

এ কেমন প্রতারণা! নবীগঞ্জে সারের সাথে পাথর

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সার ব্যবসায়ীর এ কেমন প্রতারণা! সারের সাথে বড় বড় পাথর মিশ্রিত বস্তা বাজারে সহজ সরল কৃষকের কাছে বিক্রি করছেন নবীগঞ্জ জে,কে হাইস্কুল রোডের মানিক লাল রায় নামের এক সার ব্যবসায়ী। এ নিয়ে ক্রেতা সাধারণ ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার নহরপুর গ্রামের মোঃ আলতাফ মিয়া গত কয়েকদিন আগে তার কৃষি জমিতে সার দেওয়ার জন্য নবীগঞ্জ জে,কে ওসমানী রোডস্থ ব্যবসায়ী মানিক লাল রায়ের দোকান থেকে ২ বস্তা সাদা ইউরিয়া সার কিনে নেন। বাড়ীতে নিয়ে সারের বস্তা খোলে জমিতে দেওয়ার জন্য প্রস্তুতি নিলে সারের বস্তার মাঝে বড় বড় পাথরের চাকা দেখতে পেয়ে হতবাক হন। ঐ সার তিনি জমিতে না ব্যবহার করে পরদিন দোকানে নিয়ে আসলে দোকান মালিক তা বদলিয়ে না দিয়ে সদুত্তর দেননি। বাধ্য হয়ে তিনি সাংবাদিকদের কাছে পাথরের টুকরোগুলো নিয়ে এসে প্রতারণার বিবরন দেন। বিষয়টি জানাজানি হলে অন্যান্য কৃষকদের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়।


     এই বিভাগের আরো খবর